মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

আবদুস সালাম


আবদুস সালাম

পান্ডুলিপি
 
ছায়া পথের উপর হেঁটে চলেছি
উৎসাহ টগবগ করে ফুটছে
ভাড়া নিয়েছি অলীক ঈশ্বরের পৃথিবী

ইচ্ছে গুলো চিৎসাঁতার ডুবসাঁতার
কোন জ‍্যামিতিক উৎস নেই
অনুভব পৃথিবীর বাস্তবতা গিলে খায়
হারিয়ে যায় নীরব পান্ডুলিপি

বিষ্ময়ের যাত্রাপথে রত্ন খচিত উনুনে
বিষন্ন উৎসাহে ঝরে পড়ছে মেঘেদের অশ্রু
অসীম আকাশে ঝুলছে মাত্রাহারা পীড়ন

রান্না হয় জনশূন্য শূন্যতা
মহাজাগতিক অশ্লীলতা চুষে খায় মেঘেরা
অসীম দূরত্বে আঁকা হয় তারিখ হীন চিহ্ন
পতাকা ওড়ে বিষ্ময়ের মরুভূমিতে
ঝরে পড়ে দিকভ্রান্ত বস্তির অলীক নির্মাণ

অশ্রু লেগে আছে মেঘেদের ডানায়






একটা অভিমানী মৃত্যু কথা

প্রাগৈতিহাসিক বিকেলে ডুবে যাচ্ছে সূর্য
মর্মান্তিক জলাধারে খুঁজে চলেছি মৃত্যুর অস্তিত্ব
কিনারায় দাঁড়িয়ে আছে অবিবাহিত সম্বন্ধ
পৃথিবীর মহাজোটে সামিল পরিত‍্যক্ত ভোর

পাখিরা উড়িয়ে দিচ্ছে ব‍্যভিচার
নাগরদোলায় পাক খাচ্ছে অসংযমের ভাষ্কর্য
সূর্য হেঁটে চলেছে জীবন মরণের রাস্তায়
ভাগ‍্যহীন বারান্দায় লুটোপুটি খায় তৃষ্ণার্ত ভোর

হাহাকার খুঁজে চলেছে গত জন্মের দলিল
অভিমান নিয়ে সূর্য ডুবছে রাতের কোলে
বসত হারানোর  যন্ত্রণা দিচ্ছে প্রলেপ
উপশম বন্ধক রাখছি মৃত্যুর কাছে

প্রেম পড়ে রইলো নির্বোধ আঙিনায়






সর্বত্র

ভাঙা ঘরে চাঁদ উঁকি মারে
রহস্যময়তা ঘিরে নামে বৃষ্টি
হৃদয়ে জমা হয় উদ্বিঘ্ন সকাল

মন খারাপ তাড়া করে

আমার বাড়ি ঘর আমার নয়
আকাশ ভেঙে পড়ে মাথায়
এদেশ ও নাকি আমার নয়
শরু হয়ে আসে রাস্তা
হিংস্রঃমানুষের আস্ফালনে কাঁপে জন্মভূমি

নৈতিকতার  হাহাকার বাজে সর্বত্র
বেজে ওঠে ধর্মের বিউগল
অসীম পৃথিবীর বদলে যায় ভাষা

আত্মকেন্দ্রিক কুয়াশা লেপ্টে ধরে জীবনের ঘ্রাণ
পরাজয় মাথা চাড়া দেয় বার বার

নির্বাক পৃথিবী ধর্ম মেখে অদৃশ্য রাস্তায় হাঁটে