মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

সুদীপ ঘোষাল


সুদীপ ঘোষাল

অনশন

বানের আগে হুদি চলে আসে মর্মস্পর্শী অন্তরের কাছে
মাদুর পাতা পিঠে শীতের রোদে খেলা করে শিশুর বাল্যস্মৃতি
স্মৃতির আয়নায় খেলা করে পুরনো মাদকাসক্ত মন
এখন অনশনে আছে শিক্ষকেরা রাস্তায় পড়ে পড়ে মার খায় শুধু
সম্ভাবনা শূন্য জীবনে ভেসে ভেসে আছে কবিতার মৃত লাইন
পাথর অন্তর ভেসে যায় অজয়ের অস্বচ্ছ জলে
শাসকের অন্তরে বসে, বেঁচে থাকে প্যারাটীচারের সত্যের লড়াই
মনের ভাবনা গুলো ছিড়ে ছিড়ে টুকরো টুকরো ক'রে
এক ছিল হিটলার বেনো জলে ভেসে যায় মলের মত
শিক্ষক নামাজ পড়ে ওদিকে জল কামান নিষ্ঠুর মেজাজ
মায়েরা স্তন্যপান করায় শিশুকে খালি পেটে
শিশুর কাতর আবেদন আমার মাকে বাঁচাও
ব্লাউজ ছেঁড়া স্মৃতি ভুলে যায় অপশাসনের ত্রাস







পৌষালি

ছেলেটা মাঠে আকাশ আঁকে
সঙ্গি চিরকালের স্বপ্নের প্রেমিকা
আজ খোলা আকাশ দেখে আইড়ির জমি
বিস্তীর্ণ পিপাসা জুড়ে পড়ে উদোম জমির সমান্তরালে
কালো মেঘের আনাগোনা
বৃষ্টি ভেজে অনায়াসে উপোসি জমি
লাঙ্গল টানে দশ মাসের স্বপ্নজোড়া রবিফসলের আশা







একটি সমস্যা

ওরা বলে বহিরাগত জীব
ভারতীয় জ্যোৎস্না জড়িয়ে তার জন্ম
কাশফুলের মাথা দোলানোর সাথে
আমার মত তারও হৃদয় দোলে
পৃথিবীর বাইরে পাঠায় তার ডাকচিঠি
অন্য গ্রহের বাসিন্দার মত ওরা
বহিরাগত আপ্যায়নে শত্রু ভাবে
হিংসায় ডুবে যায় নীল মন
লাল রঙের সূর্য স্বাধীনতা খুঁজে বেড়ায়

আমার ইচ্ছে অনিচ্ছে মিশে যায় বিষাদের ভোরে...