বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

পিয়ালী বসু




পিয়ালী বসু
প্রাক্তন প্রেমিক -- তোমাকে
-----------------------------
বাইরের বাতাসে ঝিম ধরা মাদকতা
চিরকালীন আদুরে সন্ধে এখন ত্রিফলা ঘেঁসে জায়গা করে নেয়
অগণিত শরীরী চুমু
আক্ষেপের অলিন্দ জুড়ে স্থায়ী ভাবে বসবাস করে
:
বর্ধিষ্ণু শহর জুড়ে গৃহস্থ প্রেম
হিরণ্ময় সন্ধে'তে বিস্তারিত মেঘ জমে যখন তখন
প্রেমের প্রলাপে এখন চিরকালীন জ্বর
এভাবেই প্রতিটি নিভৃত সম্বিতে  এক একটি আমি'র মৃত্যু হয়
---------------






পিয়ালী বসু
জীর্ণ এলিজি
-------------
শিকড়ের অভ্যর্থনায়
কিছুটা সময় এখনও বাকি
অবাঞ্ছিত চাদরে মুখ ঢেকে
চোয়াল , চিবুক -- শরীর বদল
আপাত এই দৃশ্যপট বদলের প্রচ্ছন্ন সুর
এখন আলগোছে ছুঁয়ে থাকা অভিমানে পরিবর্তিত
:
প্রতিটি বৈধ সম্পর্কের স্বীকৃতি
আসলে
স্বীকারোক্তির স্থবিরে বয়ে চলা জীর্ণতার এক প্রতিচ্ছবি মাত্র
--------------






পিয়ালী বসু
শরীরের এপিটাফ
----------------------

সংখ্যাতত্বেরর হিসেব মাখা স্পর্ধা
কান্না সমেত খুচরো হাওয়ায়
তুলাদন্ডে মাপা হয় ফেলে আসা সম্পর্ক
মারিজুয়ানা আর অশ্লীল কিছু বর্ণমালা মেপে
এখন তাই অভ্যস্ত ছাপোষা, ছন্নছাড়া শৌখিন শরীর'
-------------






পিয়ালী বসু
যৌনতট
----------
আগামী জন্মে ঋতু হবো
উৎসারিত প্রেমের ধারায় মুখ রেখে
জীবনের যৌন তটে ভেসে বেড়াবো
ফিনিক্সের মতো

আগামী জন্মে ঋতু হবো
প্রেম প্রজ্ঞা ও প্রত্যাখ্যানের মাঝে
আঙুলের মাথায় মোলায়েম বিদ্রুপে
জায়গা দেবো শৃঙ্গার কে

আগামী জন্মে ঋতু হবো
নাম ধর্ম লিঙ্গ পরিচয় নয়
মনুসংহিতা হাতে নিয়ে বিষাদ বসন্তে
বোল্ড রিলেশনে
----------






পিয়ালী বসু
যাপন-সুখ
----------
সময়কালীন বিরক্তি
এখন অসময়ের চুমুর চেয়েও বেশী সহজলভ্য
'ভালবাসা' নামক
অতি ক্লিশে ম্যাগনেটের সোহাগী বল্কলে ইতস্তত ছড়িয়ে
অসুখী মেলানকণিকারা
সন্তর্পণে কান পাতলে শহরের আনাচে কানাচে 'জোবস্ ফ্লেভার'
আনমন নস্টাল' মন স্মৃতিপথে আগুয়ান সবকিছু ফেলে
হেঁটে চলে রাতের গায়ে
শরীরের পর শরীর মিলিয়ে এখন শুধু শীতল 'বসন্ত-যাপন'