অভিযোগ
বিপ্লব গঙ্গোপাধ্যায়
----------------
আমার বিরুদ্ধে কিছু অভিযোগ
আয়না দেখি, তদন্তে নেমেছি ......
ঠোঁটে কি মিথ্যের ছায়া? মেপে মেপে
দেখি
নিয়োজিত হাসি ঠেলে
বেরিয়ে আসছে দাঁত?
বানানো কৃত্রিম?
শিল্পবান্ধব নয় মুখের গঠন ।
আমার ভেতরে আলো অবচ্ছায়া
আমি কি নিজেই সেই ক্ষত গুলি চিনি?
সর্বনাম
বিপ্লব গঙ্গোপাধ্যায়
-------------
শব্দের অলিন্দে কিছু ধ্বনিত তরল
সাঁতার কাটতে কাটতে
চলে গেছে ছবিট্রেন ।
এপারে দরজা বন্ধ
ঐ পারে ঘুমিয়ে রয়েছে স্তব্ধ হিমঘর ।
যাদুর মন্থনে যদি উঠে আসে স্মৃতির অমৃত
সর্বনামে ছবি গুলি পরপর সাজানো বারান্দা ।
ক্ষত
বিপ্লব গঙ্গোপাধ্যায়
-------
যতবার ছিঁড়ে যাই
ততবার নতুন আস্বাদ, ক্ষতস্থানে রক্ত
ঝরে
আবার লোহিতলিপি
ভেঙে পড়া থেকে ফের
জুড়ে নিই হলুদ পাতার আচ্ছাদন ।
অভিমান
বিপ্লব গঙ্গোপাধ্যায়
----------------
বৃষ্টি পড়ে, ভিজে যায়
শুকনো মুখ
কে এসে ধুয়ে মুছে সাফ করে প্রাচীন আকাশ
এই ভাঙা গান থেকে
নিজের অজান্তে আঁকি ঢেউ
দিগন্তে অশ্রু দাগ
এখনও আপনজন কেউ কেউ আছে
স্থির ও গোপন
মেঘ জমলে ফুঁ দিয়ে নিভিয়ে দেয় সব অন্ধকার ।
অপেক্ষা
বিপ্লব গঙ্গোপাধ্যায়
-------------
যাকে ডাকছো সে এখন নেই
তিন মাস ছুটিতে গেছে
বসো, আর দেখো আমরা
কেমন ভাবে
পুরোনো বালিতে মিশে আছি ।
দুলে ওঠে আলপথ
শাঁখের শব্দে আবার একটি রাত
চুপচাপ বসে থাকি .........