বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

হরেকৃষ্ণ দে


হরেকৃষ্ণ দে

সম্ভাবনাময়

শুধু চরিত্রের ভেতর একটা আকাশ খুঁজতে চেয়েছিলাম
যে আকাশে মেঘ জমবে কালবৈশাখীর,
আশ্বিনের ঝড় কখনও বা চৈত্রের ঝড়ের জন্য
ক্ষতির প্রভূত সম্ভবনা থাকলেও বার বার বর্ষার জন্য কৃষকের আনন্দের মাঠ হতে চাইতাম৷
এমনি এক ভাবনার গামছা বুনে চলি মনের গুলি সুতো দিয়ে৷
বিকেল হলে মন চাইত মেঘ উঠুক, শ্রাবণ আসুক না আসুক....
                     







যন্ত্রণা কোলাজ

কিগ্রা থেকে মিলিগ্রা
ঠিক দশ দশ করে বেড়ে চলেছে একটার পর একটার পিঠে শূন্য,
উনুনের আজ আগুন উপোস, কাল যেভাবে পেরিয়েছিল সারারাত--
ঘটির জলে পেট বন্ধক রেখে
আজ হয়তো যন্ত্রণাগুলো গিলে নেব
সকাল, বিকেল ও রাত্রি--
প্রতিদিন  তিনবার....সকাল,দুপুর আর রাত্রি,ঠিক
খাবার আগে৷


        




এক্সট্রা পাওয়ার

গ্রামের চৌমাথা পেরোলেই শালি নদী৷

ভাঙাপুলের রাস্তা মোড়া মোরাম পথ,
শালিনদী এলেই জাম আর কুলের ঝোপ৷
অগভীর জলের উপর জামের ছায়া বিছানো কুলের সজাগ দৃষ্টি,
ছেলেবেলার একটা এক্সট্রা পাওয়ারের মত নদী খেলত,বালুচরের পাথুরের গয়ের অলঙ্কারে৷
বেমালুম সব আফশোষ ভুলে
এক্সট্রা পাওয়ার নিয়ে শালি নদীর আঁকা বাঁকা গর্দান
হেঁটে বেড়ায় .....
                 







সা রে গা মা পা ধা নি

    সা

প্রথম ভালোলাগা স্বরের লোমকূপে জমানো আলোর বারূদ ছুঁয়ে জ্বলে উঠলাম,
অহংকারের তেরাত্রি কামিয়ে
অচেনা পৃথিবীর আকাশ খুঁজতে লাগলাম৷

 || রে ||

জিভের ওয়েস্টকোট খুলে সুর চড়াতেই
ঝুরো হয়ে গেলো জীবনের ম্যানুফ্যাকচারিং পাওয়ারগুলো,
মনের কলিংবেল অন্ধকার শব্দে চেপে ধরে বার বার,
দিনের সঙ্গমরত পাগুলোকে...

|| গা ||

 কোলবালিশটা হঠাৎই চুপসে এসে দাঁড়াল,নীরব অশ্রু সুরের অ্যাপ্রন ছিঁড়ে ঢলে পড়েছে তর্জনীর দৃঢ়তায়,সম্পর্কের বাতাস ফাঁটার সুর ছড়িয়ে পড়ে স্মৃতির রীডে৷

বেয়াড়া শব্দের ভেতর যন্ত্রণার ভৈরবী তান জমা হয়
খিড়কি দুয়ারে ...

|| মা ||

ভালোবাসার মূলদ আর অমূলদ মান জীবনের সংখ্যারেখায় বসাতে না পেরে
চলমান রত্রির করণী কষে যাই হৃৎপিন্ডের মৌলিক সুর চড়িয়ে৷

|| পা ||

বাস্তবের চাপাকলে হাতল টিপইলেই তরল অন্ধকার ভিজিয়ে দেয় জীবনের সুখতলা্
ফোমের চামড়ায় হাত বুলাতে বুলাতে
ঢুল নামে সন্ধানী চোখের পাতায়....

|| ধা ||

সংগীতের কঙ্কালে ডি জে ফসফরাস বেড়ে ওঠে নিয়ত নিয়তির টিউমারের মত,
রক্তজালকের শয্যা আলিঙ্গন হারায় বোবা টয়লেটের
কোষ্ঠকাঠিন্যের ছোঁয়াচে রক্তে...

|| নি ||

স্বাস্থ্যবিধানের নির্মল সুরে বিবেকের রীড আছড়ে পড়ে
ড্যানড্রাফ শ্যাম্ফুর ফেনার মতো,
কনকনে সম্পর্কের ব্ল্যাঙ্কেট জড়ানো রাত্রি সহবাসের সছিদ্রতায়,সুইসাইড সুর পান করতে করতে বেমালুম

সকালের শিশিরের সাথে বাষ্পীভূত হয়ে যাই...