বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

দেবযানী বসু


দেবযানী বসু

তোয়াক্কা না করলে
প্রথম পর্ব

ভূতের সরু ঠ্যাঙ পছন্দ করেছি তাই
খ্যাংরা আঙুলের খটাখটিতে ফিরে পান্না জ্বলছে
গয়না কেনায় পঞ্চাশ শতাংশ ছাড়ের চৈতালি হাওয়া
ল্যাগবেগে খিদের মুখে ঝরাপাতা
সম্পর্কের তলানিতে গর্ভপাত
চিনিকম মুহূর্তের ভিরমি লেগে গায়ে
এক গর্ভ ভরা দিনের আলো ভ্যামিন চাইছে তেষ্টায়
রমণশেষের ঘসাপাথর মুখ
একে অন্যকে যাদুদন্ড ছুঁড়ে শেষ করেছি
মোরগচূড়া ফুল কলকলিয়ে উঠছে









তোয়াক্কা না করলে

দ্বিতীয় পর্ব

পরাবাস্তব দরজাটির প্রকট রোগ
আপেল কুরে খাওয়া চামচের ভালোবাসা পাই
শরীরের ঘাসবিদ্রোহ বিবেক ছড়ানোর কাজে লাগে
দরজার খিল হাড়ের নিয়মে খোলে বন্ধ হয়
ক্ষয়াটে হয়ে গেল বসন্তের ম্যাট্রিক্স
কুকুরচূড়া ফুটেছে জিভের ডগায়
মাছিদের অভ্যর্থনায় সমৃদ্ধ জীবন
তোয়াক্কা লাগাচ্ছি খুন্তির ডগায়
সকলের মৃত্যুর পর গ্ৰন্থাগারের বন্ধ দরজায়
এক কাপ কফি ঠান্ডা হচ্ছে।









তোয়াক্কা না করলে

তৃতীয় পর্ব

আর আগের পৃথিবীতে ফিরে যাওয়া উচিত হবে না
পিতা বট আম্রময়ী মাকে নিয়ে চলে গেছে বানপ্রস্থে
জানলাম গাছেরাও ব্যায়াম করে
আজকাল কুঁড়ির ভিতরের নীরবতার আন্দাজ পাই না
তৈলাক্ত হৃদয় থেকে গড়িয়ে পড়ছে সূক্ষ্মতম চাঁদ কম্পাসের উপর
রাধাকে রাইচূড়া বললে জলডোবা কাঠের দেহ
শবদেহের সমান হয়ে যায় না।