শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

গৌতম রায়


গৌতম রায়

বেনামিক

মেঘের কোনো দেশ হয় না
কবিতারও কোনো দেশ নেই
বৃষ্টি দিতে দিতে একদিন
নদী থেকে সাগর হয়ে যায়







নৈবেদ্য

পুরুলিয়ার খাতা থেকে
উজাড় করে দিলাম জল
         অবনীন্দ্র সভাঘরে

ওদিকে বকখালি থেকে যাঁরা
খাতা ভরিয়ে এনেছিলেন জল
তাঁরাও এক এক করে খালি করলেন পাতা
ভরে উঠলো জলাশয়
জলজরা পেল জলজ রঙ








বেড়া ভাঙার গল্প

তুমি তুলে দাও ফুল
ওপার থেকেও আসে ফুল
এভাবে ফুলে ফুলে সকাল নেমে এলে
মাঝের বেড়াও ফুল হয়ে যায়








স্পর্শসুখ

তোমাকে মন দিয়ে ছুঁই
এবার শরীরী

তুমি মহাপৃথিবীর মতো সুন্দর
এ স্পর্শে কোনো দূষণ নেই








নীলগিরির লেডিস সিট
নীলগিরির লেডিস সিটে
শুয়ে নারীসময়
গর্ভে তার অতীত বর্তমান ভবিষ্যত