শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

রমা সিমলাই


রমা সিমলাই

এটুকুই জানা থাক

কার হাতে তুলে দেব উত্তরাধিকার
অলৌকিক আধিপত্য নির্বাচিত সুখ
কার চোখে চোখ রেখে অমেয় আঁধারে
অন্ধকার গর্ভাবাস আলোকিত হবে
মৃত প্রিয় শরীরের আতর সুবাস
সোহাগের কান্নাকাটি চন্দনের ফোঁটা
সবকিছু তুকতাক তাবিজ কবচ
কোন শব শিব হয়ে প্রলয় ঠেকাবে !

কোন তূণে মহারণ আগুনের জ্বালা
নাভি জুড়ে সাময়িক সব্যসাচী ঝড়
কোথায় নদীর ঢেউ ঈর্ষা গুনে রাখে
পাথরেই স্নান পায় সাবেকী ঈশ্বর
স্বর্গলোক ছারখার কোন মায়াটানে
জীবনযাপন শুধু এটুকুই জানে।









আগুনের দায়

নিকোনো উঠোন নেই
নেই মায়াবী শালিক চড়ুই,
ব্যস্ত ঘুঘুদের আনাগোনা,
অনাবিল রোদ আর পাতার আড়ালে
                                                 লুকোচুরি, 
মন - ভালো - নয় মেঘের যখন তখন
                                                  কান্নাকাটি,
বুড়ি পিসীমার শুচিবাই, আন্তরিক গায়ে পড়া,
বেণীবৈরাগীর তরল গলায় হরিনাম গান,
নেই মন ভালো আর মন খারাপের ওঠানামা।

শুধু রয়ে গ্যাছে পড়শির ঈর্ষা
স্বজন বিমুখ বারুদের গন্ধ
ব্যাভিচার  রক্তপাত  আর্তনাদ

রয়ে  গ্যাছে
নীতিহীন মহাকাব্যে সঙ্গীহীন সুখেদের জয়যাত্রা
ঋতুময় শারীরিক আগুনের দায় !