শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়


কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়

তোরঙ্গ

তোরঙ্গ আছে, তোরঙ্গের ছিটকিনি নেই ।
যেগুলোকে ভেতরে পুরবো ভেবেছিলাম,
আমার ছোট ছোট সমস্যা,
রাগ, ঘৃণা, আশঙ্কা,
আমার বিন্দু বিন্দু সংকোচগুলো
ওগুলো আর নাড়াঘাঁটা করে কোন লাভ আছে কি ?
তোরঙ্গ তো খোলাই !







সংকল্প

তাদের নিঃশব্দ হাত
মুঠো হয়,
যারা একসময় খুব কেঁদেছিলো ।
            #          #          #
মনে মন, শরীরে শরীর, তবু
বেদনা ছড়িয়ে যায় ।
প্রজাপতি একদিন খুব কেঁদেছিলো ।
            #          #          #
ফাঁকা হাত নিঃশব্দে অনশন করে ।







সেই প্রেম

কী দারুণ প্রেমে, ওগো, বৃষ্টি পড়ে,
ধুলো ধুয়ে যায় ।
প্রগাঢ় নিঃশ্বাসের মতো রাত নামে
সন্ধ্যার শরীর ছুঁয়ে ।
তোমার শরীর ছুঁয়ে আমার স্বপ্ন
সে কি প্রেমে ? কী প্রেমে ?
            #                      #
বহুদিন বাদে দেখা কবিতার সঙ্গে ।
আয়নার সামনে পুরুষ বহুদিন পরে ।
দু তিনটে নতুন ব্রণ, চোখের পুরোনো কালি
মুছে যায় প্রেমে ।
সেই প্রেমে বৃষ্টি পড়ে,
পাতা ঝরে যায় ।