শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

শতরূপা চক্রবর্তী


শতরূপা চক্রবর্তী

গরুর রচনা

প্রেমের কবিতা যখন গরুর রচনা হয়ে যায়

তখন আমরা পাশ ফিরে শুই

যাবতীয় জাগতিক প্রেম তখন বিষদৃশ্য লাগে

ঈর্ষা নয়, ঘেন্না হয়

নিজের ওপর...নিজের নির্বুদ্ধিতার ওপর

ভোঁতা হয়ে যাওয়া আবেগে প্রতিদিন শান দেই

যত্ন নিয়ে...যুদ্ধ নয় আত্মহননের পথে এগিয়ে যাই

বোকা কোকিলটা বুঝতেও পারে না

বসন্ত বিদায় নিয়ে  গ্রীষ্ম স্থলাভিষিক্ত।

কাল আসন্ন ঘূর্ণাবর্তে হয়তো পৃথিবী ধ্বংস হবে

আমি ওসব ভাবিও না

আমার ক্ষুদ্র না পাওয়া গুলো

সব ভাবনার পথ আগলে দাঁড়ায়

এক এক বার ভাবি সব ধ্বংস হয়ে যাক

একটা নতুন পৃথিবী আসুক

যেখানে ঈশ্বর থাকবে..প্রভু নয়

যখন দেখি অমলতাসে ফুল এসেছে

কৃষ্ণচূড়ায় লালের আভা মন বদলায়

ধ্বংসের কামনার থেকে মৃত্যুর চিন্তা সহজ

কঠিন শুধু বেঁচে থাকাটা





শ্রাবণের পার্শ্বপ্রতিক্রিয়া

আকাশ ধোয়া বৃষ্টি শেষে গাছের পাতায়

শেষ জলবিন্দুর মতো  আমাদের ভালোবাসা

ঝরে পড়ার অপেক্ষায়  কিঞ্চিৎ অসহিষ্ণু

ধূসর আকাশ আঞ্চলিক মন খারাপ গুলোকে বাড়িয়ে দেয়,

অকারণে কান্না পায়... এ নাকি শ্রাবণের পার্শ্বপ্রতিক্রিয়া

ঝপ করে সন্ধ্যে নামে... ড্যাম্প পড়া দেশলাই কাঠি

আর বারুদের ঘষাঘষিতে আলো নয় বিরক্তি ছড়ায়

পিচ ওঠা রাস্তার খানাখন্দে কাগজের নৌকো

ভাসায় আজও কোনো কিশোরীমন

প্রজাপতির পাখায় বৃষ্টির দাগ , ভিজে যাওয়া স্কুলের জুতো

রং পেন্সিল...স্মৃতিতে আজও রঙিন

কলেজ ক্যান্টিনে বৃষ্টির গান, সিগারেটে সুখ টান

শুধু ছেলে নয় মেয়েদেরও অধিকার তর্ক তর্জায় হারানো অতীত।

অনেক যত্নে শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা

গোপন প্রেমের যাপনচিত্র জুড়ে আজ শুধুই ন্যাপথালিনের গন্ধ

স্বপ্নে বাঁচে...স্বপ্নে মরে...না না, ভবিষ্যতের নয়

অতীতের স্বপ্নে বিভোর…..স্বপ্ন জাগিয়ে রাখে যত্ন করে

আটপৌরে সাদামাটা জীবনে একটাই বিলাসিতা

চিরতরে হারিয়ে গেলে  মাঝে মাঝে মনে কোরো আমায়...

বৃষ্টি ভেজা এমন দিনে শ্রাবণদিনে...সংগোপনে।।








চোখের অসুখ

ইদানিং চোখের একটা অসুখ হয়েছে

শুধু নিজের কষ্টে কান্না পায়

মনের চৌবাচ্চায় দুটো কুমির পুষেছি

সামাজিক দুঃখকষ্টে ওরাই কাঁদে আমার হয়ে

আমি চোখে মাস্কারা লাগাই যত্ন নিয়ে

ইদানিং চোখের একটা অসুখ হয়েছে

নিজের ছাড়া সবার সুখ মেকি লাগে

সন্দিগ্ধ নজর সব সুখে অসুখ খুঁজে বেড়ায়

ইদানিং চোখের একটা অসুখ হয়েছে

লাল, সবুজ, গেরুয়া বাদে আর কোনো রঙ দেখতে পাইনা

নীল আকাশ, গঙ্গা ফড়িং, রামধনুরা স্বপ্নে দেখা দেয়

ঘুম ভাঙলে ধূসর লাগে সব কিছু

ইদানিং চোখের একটা অসুখ হয়েছে

আসল নকল চিনতে পারিনা আগের মতো

বুঝিনা তোষামোদ আর ভালোবাসার পার্থক্য

বালির ওপর একা বসে জনসমুদ্রের পা ভেজাই

ইদানিং চোখের অসুখটা বড্ড ভাবায়


ভয় হয় এই অসুখ সারবে তো ???