শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

কৌশিক চক্রবর্ত্তী


কৌশিক চক্রবর্ত্তী

প্রতিশব্দ

কত শব্দ অগোচরে রাখা আছে তোমার ভিতরে
হয়ত বর্মহীন, জনপথে প্রকাশে অরাজি

তবুও আঁচড় নিয়ে বাসভূমি ঝুঁকে আছে যত
ধরে রাখবে সেসকল আসা যাওয়া আমার সমাজই

যেহেতু যুদ্ধের সাজ ঢেকে রাখে নিষিদ্ধ সীমানা
যেহেতু বাঁচার জন্য ঘেরা হয় আলকাটা ক্ষেত

সকল অক্ষরে ঢাকা নাচঘর নিরাপদ আরো
তোমায় জমিয়ে রেখে লুকিয়েছি নিজেকে সমেত

এখনো সময় আছে, গড়ে নাও বসতি ও ঘর
প্রতিশব্দ বেছে রাখো আদ্যোপান্ত নিজের ভিতর








বিশ্বযুদ্ধ

বিশ্বযুদ্ধ এসে গেছে!

কড়া নাড়ছে যুদ্ধবাজ... সম্মোহন
ফিতে কাটা শুরু হচ্ছে

নিয়ম লাগু হচ্ছে অনেক

কেউ ফেরাবেনা গুলি-
একটাও ভেঙে পড়বেনা গাছ-
অবসন্ন শহরের দিকে
তৈরি হবেনা কোনো সাম্রাজ্য-

তবুও আমার মত চুক্তিবদ্ধ মুখ
উদ্ভ্রান্ত লক্ষ্যের পাশে
কার্যত যুদ্ধবিধ্বস্ত হয়...








খরিদ্দার

ভালো নেই, ভালো থাকবারও কথা না
মাথার মতন দেখতে
কিছু একটা জুড়ে দিচ্ছি ঘাড়ে

জল আনছি, শস্যদানা, বীজ

কিছুটা সময় পরে
মৃতেরা জেগে উঠেছে না জাগার মত
এবার কিছু রঙ মাখিয়ে
তাকে করে তুলতে হবে বস্তু

এবার বাজারে
খরিদ্দার সেজে ঢুকবো আমি...