শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

সুপম রায়


সুপম রায়

বুক

আর কোনও দিন ফিরে যাবো না
লোভী শাসকের দেশে,
প্রিয়তমার বুক আঁকড়ে বাঁচিয়ে নেব
হিংস্র সাগরের ঢেউ থেকে নিজের অসহায় মুখ।

ক্ষুদ্র সংক্ষেপে যতদূর ছায়াকে
নিজের পাঁজর সীমানায় বাঁধতে পেরেছি, পেরেছি;
আফসোস কিংবা খিদে কোনটাই আমার নেই।

তবে এইটুকু জেনে রাখা ভালো,
আমারও ছাতা খুললে সুনামী বৃষ্টিরাও
আমার বুক জড়াতে চায়।








তোমাকে মনে রেখেছি

মুঠো হাতের ভিতরে অন্ধকারময় যে মৃত্যু সংকট ছিল,
আমি তা হারিয়ে ফেলেছি ।
স্পষ্ট চিতার উপরে যে স্পর্শময় সন্ত্রাস ছিল,
আমি তা সরিয়ে রেখেছি ।

তোমাকে মনে রেখেছি,
শুধু তোমাকে মনে রেখেছি;
প্রতি ধ্বংসের পরে তুমি আবার জন্মাবে আমারই ছোঁয়ায়।







ঠিকানা অনির্দিষ্ট

জানি, কোনও অভুক্ত বৃষ্টির ফোঁটায় ভিজবে না তুমি।
অপেক্ষার অপেক্ষাতে যে'কটা ডাউন-ট্রেন
তোমাকে দেখে দেখে পিছনে রেখে গেছে স্মৃতিধুলো,
আজও মসৃণ স্বীকারোক্তি লেখে একান্তে
দিগন্তের চূর্ণ বজ্ররেখায় ।

প্রবল পুরুষের কানে
সুদূর থেকে এখনও মৃদু স্পষ্টে
গোপীযন্ত্রে সহজিয়া সুর ভেসে আসে।

ঠিকানা অনির্দিষ্ট ...