মঙ্গলবার, ২১ মে, ২০১৯

তাপসী লাহা


তাপসী লাহা

দাম্পপত্যকলহ

আমাদের কথারা ব্যাকরণ না বুঝেই

হেটে যায়


সাময়িক ভুল বোঝাবুঝি,

হাত উদ্ধত হয়,                আবেগ প্লাবনের

              
           উচ্ছ্বাস রুখবে কার দায়।


কিয়দংশের সংঘাতে গর্জে ওঠে ভাবের আকাশ,

আর বুক চাপা শিলগুলো খসে পড়ে।


আগুপিছু ভাবা নেই শুধু

 কুড়োনোর ধুমে উৎসব

হয়ে যায় দাম্পত্যকলহগুলো।










মুখচ্ছবি

সম্যক জ্ঞান নেই বলেই

  পরাজিত হই  সৃষ্টিতত্ত্বের জটিল আলাপচারিতায়।

তাই প্রথম বার আবেগপ্রবণ  হই 


সন্তানের মুখ ....  .......        সৃষ্টির গভীরতর  মুখোমুখি

এ সব কি...কেনোরা আমায়
বিভ্রান্ত করে,


মায়েরা জন্ম নেয় মেয়েদের মুখচ্ছবি থেকে।










গ্রাস

কিছু  খুটিনাটি কষ্টগুলো
মেঘ হয়ে ভাসছে আলনার চোরা ছায়ায়।

আলসেমির  প্রতিবর্ততায়

 আমি জরিপ করি

ছোট হয়ে আসা  আবেগী ঝড়ের  নিস্ফলা কারুচিহ্ন।

শেষে ছায়ারাই শরীর বানিয়ে ফেলতে ফেলতে

মাপজোকের ফিতেটাকে খেয়ে ফ্যালে।