শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

অরুণিমা মন্ডল দাস


অরুণিমা মন্ডল দাস
       
ভূগোল ও প্রেম-১
 (উৎসর্গ সমস্ত কবি ও লেখকবৃন্দ)


     পাখার নীচে হিম মাখতে মাখতে-- মনে হল---
                          আমি
                      সুমেরু কুমেরু র মাঝখানে আদর খাচ্ছি-----
      মাথার বারান্দায় পৃথিবী চেয়ার পেতে বসে রোদ পোহাচ্ছে---
        কখনো বঙ্গোপসাগর হয়ে ,কখনো প্রশান্ত মহাসাগর ”-----,
         কখনো আফ্রিকারঘন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে---

       পুরো বিশ্বব্রম্ভান্ড আমাতে সবুজহয়ে আছে---!---

               চীন ”“জাপান” “রাশিয়া” -----

           সব জায়গায় উড়ে উড়ে যাচ্ছি ----
                      
            শরীরের মাঝে প্রেমগুলো অক্ষাংশদ্রাঘিমাংশ গুনছে-----

       হেলান দেওয়া পালঙ্কের বালিশে ভারতদাঁড়িয়ে-----
                জম্মু কাশ্মীরের আপেল গুলোছড়িয়ে পড়ছে-----চারিদিকে---
     খেলাম একবোতল কমলা আপেলের রস”---
       পিচকারি দিয়ে উড়িষ্যার বানরেরা জল থেকে উঠে এলো----
    আমার ভালোবাসার স্কেচগুলোকেরামের মূর্তি ভেবে কোলে তুলে নাচতে লাগল---
        মধ্যেখান থেকে বলিউডের ডিজে বেজে উঠল---

        পা টানটান করে বিহারভোজপুরিতে কিছু বলবে--------

   সেই সময় আমার বিরহ গুলো উচ্ছেতে প্রবেশ করল------
      রান্নাঘর“ ”হয়ে উঠল----
       আমার ভূগোল উধাও আমার মধ্যে--?






প্রেম ও ভূগোল-২

                বাড়ির মধ্যে হঠাৎ মৌসুমী বায়ু ক্রমশ সাদা হতে লাগল---
   এক একটা ইটক্রান্তীয় অঞ্চলের শুষ্কতা শুষছে--
         আমি পাশে আছি প্রেমটার ----

          সে কিছুতেই হৃৎপিন্ডের গন্ধ পাচ্ছে না---

                 সিজোফ্রেনিয়াতার চারপাশে কুন্ডলী পাকিয়েছে----
   যত ই জড়িয়ে ধরতে চাই
    ততই ভুল বুঝে দূরে চলে যায়----

      সাপগুলোতার কানে চুপিচুপি সারাক্ষন মন্ত্রণা দিয়ে চলেছে-----

         দুজনের চারপাশের জলবায়ু গাড়তেতোআর কালো”----

     তঁার দু মনের দোদুল্যমান চিন্তাধারা---
           কালো বিড়াল তার পছন্দের প্রাণী---
               নয়তো

        মজা করছে” ----

           হঠাৎ হঠাৎ আমাকে দূরে ছুঁড়ে বেরিয়ে যায়---
                  ভূগোল গুলোআস্তে আস্তে নার্ভেসুড়সুড়ি দিলে ----

     আবার আমাতে ফিরে আসে----
     কেমিস্ট্রি র সূত্র গুলো মেলাতে----!

       





ভূগোল ও প্রেম-৩

        টেবিলে ম্যাপ পড়ে
                       রাগে ফুঁসছে---
                            কাঁদছে অঝোরে  ----
                                            পৃথিবীটা  তার রোমান্সে হারিয়ে গেছে---

        নিরক্ষরেখা ছিটকে পড়েছে----
                   সুমেরু বিন্দু মাঝে দাঁড়িয়েগীতাপড়ছে----


                           সে কেবল হৃদয়ের কর্কটক্রান্তি রেখাধরেই কাছে আসে---
                মেলামেশা করে মকরক্রান্তি রেখার মাথা কেটে বেরিয়ে যায়-----

          জল ফুটছে-----
         আগ্নেয়গিরি কাঁপছে------
                  সব ধ্বংস হওয়ার ঠিক এক দিনআগেই সে আসবে---
      শেষবেলায় ই মহাদেবের পূজো হিমালয়তে---¡

       পার্বতী র কোন ছলনা ই কানে নেয় না ---!


      





ভূগোল ও প্রেম-৪

           বাড়ির ভিতর জলের কল----

                           ছড়ানো  মুড়ি খই---
            কাঁধে বয়ে আনা সম্পর্ক----
                              ভুল বোঝা নর্দমার কিচিরমিচির

        ঝাড়ু ,বঁটি , দাবারবার পৌষসংক্রান্তি----
              পুলি পিঠেদের সঙ্গম গুণে গুণে ---
                                আ্যসিডিটি---

          ভালোবাসে না  আবহাওয়া হতেই পারে না---

         প্রতিটিনার মধ্যে মস্ত বড় হাঁ করা কাতলা লাফালাফি করে--


                জলাবায়ু অঞ্চলে সিংহ মহিষরাকামনায় ছলছল করে---
             ষাঁড়েদের দুর্দশা কেবল মাঠেরাই জানে--?
                    
            







ভূগোল ও প্রেম-৫

     ভূগোলের রেখাগুলো তার শরীরের উপর বয়ে গেছে-----
     মাঝেমধ্যে ভিতরে অগ্নুৎপাতঘটে-
       মৌসুমী বায়ুর চাপাচাপিতে প্রবল বৃষ্টিপাতও ঘটে---
      হাসি গুলোখরা অঞ্চলে অল্প স্বল্প হাওয়া দেয়---
                  মন পড়ে---
                   বোঝে ও বোঝে না----
         রুক্ষতা র বৈশিষ্ট্য---?

                  শুষ্ক অঞ্চলে ঝড় নয় জল প্রয়োজন---
                      ঝগড়া থাকলেই পূর্ণ মিলন সম্ভব--

           ইগো        টর্নেডো নয়?