শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

সোমনাথ সাহা


সোমনাথ সাহা

তৃতীয় নয়ন

তোদের কথায় রয়ে গেছে বেদনার দাগ,
গভীর কত ক্ষত
ঘৃনার পরশ ছড়িয়ে আছে মাঠে মাঠে
কাশফুলে যত !

প্রান্তের মানুষ ওরা ,
মরে বেঁচে থাকতে হয় রোজ --
তোমার অস্ত্রে ওদের সংহার, অত্যন্ত সহজ ।
মূলস্রোতে না থাকার ক্ষোভ
কুড়ে কুড়ে খায় যাদের বুকের পাঁজর
একরারও তাদের দেয়নি ডেকে কেউ, ভালোবাসা ওর !

মিলিয়ে যায় না ওরা,
লাগে না পরিচয়ের কোন উপবীত ---
কাপড়ই রয়েছে শুধু !
লজ্জায় ফেরে না সম্বিৎ।

তোমার আবাহন দিকে দিকে
ওরাও আছে এমন শরতে ---
গনতন্ত্রের শেষ রাতেও ওদের কাঠামো
ভাসে না জলেতে ।

অযুত বছর ওরা ইতিহাসে বাঁচে, বেঁচে থাকে মিছিলে ,
ওদের কপালে তুমি কি তৃতীয় নয়ন এঁকে দিলে !






এক জীবনে কিছু ভুল থাকা ভালো

এক জীবনে কিছু ভুল থাকা ভালো !
ভুলে থাকা ভ্রমে কিছুকাল
বেদনার মতো সুখের পাখিও
ভুলে যেতে থাকে পরকাল ।

উড়ে গেলে পাখি, ঝরা পালক ,
পালকের গায়ে স্মৃতির আঁখি ---
স্মৃতি মুছে গেলে ভেবো না রিক্ত ;
শূন্য হৃদয় তখনও বাকি !

মৃত্যুর পূর্বে বেঁচে থাকা যায় ,
যে আশায় জ্বলে আলো
প্রতি দিনে বা রাতে এক জীবনে ,
কিছু ভুল থাকা ভালো !

সত্যি করে বলা মিথ্যে ,
জীবনে প্রণয় একবারই হয় !
ছিল, চলে গেছে, আসবে না
এমন তো আর নয় !

মন্দিরেও নামে আলো-আঁধার ,
আশা-নিরাশার পাশাপাশি ---
তোমার জন্যই হয়তো এখন কারো
নৈবেদ্য আছে কাছাকাছি !

অস্পৃশ্য ছায়া বাতাসে মিশে
যে নতুন আশা তুমি জ্বালো ;
স্বপ্নে বা জাগরনে এক জীবনে
কিছু ভুল থাকা ভালো !






আকাশ বদল

সকল আকাশ দিয়েই তোমার আকাশ বদল
স্বর্ণকমল দিয়েই না হয় কন্ঠি নিলাম ,
মুক্তবেনীর স্নিগ্ধ জুঁথির কোমল কিরণ
চিত্ত হরণ মুগ্ধ চোখের আভাস পেলাম ।

সবটুকু প্রেম ছড়িয়ে আলোর দীপ্ত নিবাস
এইটুকুতেই ঘর ভরা রোদ ছড়িয়ে ভুবন ---
আঁধার তাড়ায়, সকল সীমার সেই সীমানায়
মুক্তি যেথায় স্নিগ্ধ পথের কিন্নরী মন ।

কেবল ছটায়, সব মিলনের মিলন রেখায়
আনন্দ রোদ পড়েই তোমার উজ্জ্বল মুখ ,
তোমার কাছেই, তাই তো আমার সকল কথার
বাঁধ ভেঙে যায়, পাই খুঁজে পাই নিটোল সুখ ।






গুজব

যে জাহাজ থেকে ফিরে গেছে হাল,
কোনোদিন রাখেনি খবর কেউ --
কিভাবে কাটে তার একলা সকাল
ভোররাতে জানে শুধু জল, আর তার ঢেউ !

বিকেলের কোল থেকে কুড়িয়ে রোদ্দুর
ফিরে গেছে সব ট্রাম, গুমটি দোকানপাট ।
যারা গতকাল ছিল রাজি, হাঁটতে বহুদূর ,
কাজ মিটিয়ে আজ দু'হাতে দিয়েছে কবাট !

কাজী হয়ে ওঠে ঘড়ির সময়, ফেরার তাড়া ,
মিনিটের কাঁটা লুটোয় আদরে, শতকরা প্রেমে ।
একদা ভালোবেসে কাজী বলে ডেকেছিল যারা
বেলাশেষে পাজি ভেবে চলে গেছে নেমে !

দরকার শেষে সব অচেনা, যেমন জাহাজহীন জেটি পর,
বিলাসিতায় ভোগে খবরের কাগজ, গুজবে কান পাতে শহর ।






পরাজয়

এবার শরতে জানি ভাবনার অপচয় ,
পুজোর সন্ধ্যে ভাঙিয়ে নিয়েছি জলে ,
কত শ্রমের কারখানা এমনি বন্ধ হয়
আমার বাড়িতে আগমনী গান চলে ।

আকাশ বোঝে না কত ধানে কত চাল ,
তফাত জানে না বন্ধুতে বর্গীতে !
উৎসব কি খোঁজ রাখে শহরের হালচাল !
মেঘ ঢুকে আসে ভাঙাচোরা কলোনিতে ।

আমি তো চেয়েছি মানুষের মতো নীচু রাত
পরাজয়ের সব প্রকরণ জেনে বুঝে
বিগত স্পৃহা সহসা কুড়িয়ে নিয়ে আসে হাত
কালোর চেয়ে বেশি রঙ থাকে না সবুজে ।

এখনো আকাশে কোন গরীব তারার হয় বিয়ে
শরত সাজিয়ে দেওয়া শিউলির অবসরে
অলীক পর্বেও আছি আমি সমস্ত হৃদয় দিয়ে
পরাজয় ভাল, যদি বিক্রি হই হৃদয়ের দরে ।