শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

শিশির দাশগুপ্ত


শিশির দাশগুপ্ত

না আমি

আশা আঁধারে হাওয়ায় ভেসে আছি
ছুঁয়ে দেবো স্বপ্নময় ছবি
বন্যাবুকে ত্রাণ নয়, স্থিরতা চেয়েছি
আঙুলে আঙুল যদিও বা, তবু
বিশ্বাসের স্পর্শস্বাদ ভুলেই গেছি

আনন্দসাগরে ভেসে যাই যদি
সময় থাকতে ডেকে নিও অথবা
বিষাদের ব্ল্যাকবোর্ডে জায়গা দিও
চাঁদের কলঙ্কের মতো

হিমালয় থেকে নেমেই সমুদ্রে গেছি
সেখানেও আশা-আঁধারে তোমাকে পেয়েছি
এখন আঙুলে অঙ্গুরি পড়ি
গোপনে গোপনে জ্যোতিষশাস্ত্র মানি।







উন্নতি

কাচ দুনিয়ায় দ্রুততম আলো- আবেশে
কথা বলি সভ্যতা স্রোতে
অবগাহন শেষে লাইটপোস্টে ত্রিফলা জ্বালাই
রং চঙে্ ইট দিয়ে নিবাস বানাই


উজ্জ্বল ধাতব আলোয় ঘোড়া ছুটিয়ে
সংস্কৃত মন্ত্রে কোষাগার পূজি

ধারাবাহিক চিত্রস্রোতে পরিচালন কালে
হাঁটি হাঁটি পা পা; অলিপান সুখে

এখন বন্ধ রেখেছি চোখ; হাত-পা দৌড়ায়
বুকের বোতামে প্রেম;মানচিত্রে পিঠ
স্ত্রীর চোখে বড্ড ঝাল;পালঙ্ক পাড়ায়
বিকল্প শরীর খুঁজি,টাকাতে দিয়ে গিট







 উৎসব

আকাশ থেকে নেমে আসছে মেঘেরা
আলস্য ঝেড়ে গ্রীবা উচ্চে তুলে,
কেউবা আওয়াজ তোলে বৃংহিত

আমরা ত্রিপল খাটাই,বাঁশ বাধি
ভোগান্ন রান্নায় হাত লাগাই

অলস কলসিতে টগবগ আওয়াজে চলকে ওঠে
পাড়ার জগাই মাধাই

মেঘেরা জায়গা করে নিয়েছে ত্রিপলের ওপরে
জল ঝরছে রিনিঝিনি

সমাজটা ভেঙে গেছে, সম্পর্কে বাড়তি চিনি
উৎসব চলতে চলতে আমরাও বুঝে যাই
কে আসল খুনি।







একা একা

বোধ ও প্রগতির দ্বন্দের অভিষেকে নিষিক্ত রজনী,
আন্তঃশহর বিতর্ক লড়াইয়ের ট্রফিটা
বড় বাক্য অনুরাগী

নির্জনের মোলাকাতে স্বপ্ন হাত-পা ধুয়ে বসে
কীভাবে ড্রিবলিং, নিখুঁত পাস বাড়িয়েছিল আদিমেরা

সম্পত্তির ভোগদখলে মত্ত ভোগদেহিরা
নতুন শব্দ খোঁজে
   
     নতুন অভিধানের অক্ষরজ্ঞান নিয়ে
     নতুন শব্দদের অভিষেক হবে

' প্রগতি ' রূপমঞ্জরিতে ঠাই পেলে,মেদ জন্মায়
মাসলম্যানের কবজি ময়দানে তাক করে বিতর্ক

        নতুন সভ্যতার ছক পতাকা ওড়ায়
        নতুন শব্দমালা বিদ্যালয়ে ঢোকে

প্রান্তরে পড়ে থাকে ' বোধ ' জন্মকুণ্ডলী নিয়ে।অথচ
শোনা যাচ্ছে তাকে নিয়ে যাওয়া হবে ' লেবাররুমে '







বিশ্বাস

কেন যেন মনে হয়, কাল সব বদলে যাবে
সূর্য নতুন চোখে তাকাবে

শিশুটি কুলি না হয়ে ছাত্র হবে
অর্থাভাব ঘুচে যাবে, ধনীর লালচোখ পালটে যাবে

এমন দিবাস্বপ্ন শুনে মা হেসে উঠলে ---
বাবা, কাকা বোকা বললে,

আমি শুধু তোমার অপেক্ষায় থাকি
তোমার সঙ্গে থেকে
ইট,কাঠ,পাথর, বালি,জড়-অজড়
সবাইকে ভালবাসতে শিখেছি

তোমার আকুতি স্বপ্নে মানুষের
দু:খবেদনা বুঝেছি
আমার এ বিশ্বাসে তুমি সহমতের ডানা জুড়লে

আমাদের পরমাণু প্রেম রকেটের বেগে
ভালবাসা ছড়িয়ে দেবে গোটা দুনিয়ায়

দুজনে চারহাত ধরে গাছেদের কাছে থাকবো
এমন বিশ্বাস গাছেরাই শুধু বোঝে
এমন বিশ্বাস গাছেরাই শুধু খোঁজে।