বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

দেবায়ন গাঙ্গুলী




দেবায়ন গাঙ্গুলী ।
প্রথম কবিতা
বসন্ত সখা

বিবর্ণ হৃদয়ের অন্তিম প্রকাশ,
                      আজ বসন্ত বেলা।
জানি না কোন অভিলাষে,
দিতেছে ধরা পান্ডুর শব্দ মালা।
ছিন্ন কবি, ভিন্ন কবি,
                     বসেছে বটমূলে।
লিখছে যতনে কাব্য যতেক
                    হঠাৎ মনের ভূলে।
অভিলাষী মন, উপবাসী মন,
                     কল্পে রাঙানো বুক।
গ্রামের প্রান্তে, মনের ভ্রান্তে
                       দেখিল সখার মুখ।
লুকায়েছে সে, পলাশ শিমুলে
                  আর মহুয়ার বনে।
ক্লান্ত কবির ব্যর্থ নয়ন,
                     দেখিল না আনমনে।
রাঙা হল ঋতু, অন্তিম সাজে,
                    আজ বসন্ত বেলা।
এলোমেলো মনে, প্রতি ক্ষণে ক্ষণে
                জাগিল কাব্য লোকের মেলা।
খুঁজেছিল কবি ডায়েরির পাতে
                  পেল না তো তার দেখা ।
সে আছে লুকায়ে, প্রকৃতির মাঝে
                  কবির বসন্ত সখা।

                  ---------------------------------




দেবায়ন গাঙ্গুলী ।
দ্বিতীয় কবিতা
স্বপ্নের কালিমাদের দলে ভুবন আমার

মজ্জাগত স্বপ্ন, মলিন পাতায় পাতায়
রঙবাহারের দেশে ভেসেছিল
রক্ত রাঙানো নদীতে।
অকালপক্ক পঙক্তির দল,
ব্যর্থ দীর্ঘনি:শ্বাসে উঁকি মারে
ছাপাখানার অন্ধকূপ থেকে।
যেখানে জন্মানো যায়না,
সেই জন্ম জঠরেই নষ্ট হল কাব্যের ভ্রুণ।
নষ্টা মেয়ের মতো নির্লজ্জ কলম,
লিপ্ত পু:ন সঙ্গমে, পু:ন ভ্রণ হত্যার আশায়।

                       --------------------




দেবায়ন গাঙ্গুলী
তৃতীয় কবিতা
আজকের বাতাসে ভাসে এঁটো গন্ধ.....।

পর্যাপ্ত কালি ছিলনা,
ছিল চিন্তার যথার্থ অভাব,
গরম নি:শ্বাসে ভাসে,
ক্লান্ত রাত্রি থেকে দুমুঠো লাইন
                       হাতিয়ে নেওয়ার স্বভাব!
চেষ্টা সীমানা অতিক্রম করে,
কাব্য গলিতে এঁটো পাতা কুড়িয়ে মরছে।
বইপাড়ায় ভিড় ঠেলে এগোতে পারছি না,
তবুও কেন জানিনা,
আতরের গন্ধ ঢাকা দিয়ে
আজকের বাতাসে ভাসছে
 আঁশটে একটা গন্ধ।





দেবায়ন গাঙ্গুলী ।
চতুর্থ কবিতা
চক্ষুর আড়ালে স্বর্ণমৃগ.......।

হাত পা গুটিয়ে বসে থাকা,
মাছি ভনভন করছে শুধু।
কুকুরের আনাগোনা জানিয়ে দিচ্ছে,
সোনার হরিণ নাগালের বাইরে,
শূন্যের গায়ে ঠেস দিয়ে বসে,
বাইশটা বসন্ত অতিক্রম করলাম ।
অনেক জঙ্গলে ঘুরলাম,
শাল, মহুয়ার ফুলে মালা গাঁথলাম,
তবুও সোনার হরিণ পেলাম না।
শিয়াল কুকুরে ভর্তি রামের নির্জন অরণ্য!
জানিনা,
কোন গুহায় সে অপেক্ষা করে আছে ।

                        ---------------




দেবায়ন গাঙ্গুলী ।
পঞ্চম কবিতা
রেণু আজ তোমার অপেক্ষা.....।

আমার উদাসীন স্বপ্নের দিনগুলি
আজ শুকনো মরুভূমির মধ্যে
দিগভ্রান্ত, মরিচীকাক্রান্ত পথিকের ন্যায়
হতাশার উষ্ণ বালির উপর দিয়ে
হেঁটে চলেছে।
তোমার আগমনে ধ্বনিত হোক, বর্ষিত হোক,
পু:ন শ্রাবনের ধারা।
জোনাকির কলমের নিভছে আলো,
শুকিয়ে গেছে ফুল।
এসো একটিবার, জাগিয়ে তুলি নতুন ভোর,
পু:ন পরাগমিলনে।