বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮

অনিন্দ্যকেতন গোস্বামী





অনিন্দ্যকেতন গোস্বামী

চিহ্ন

সত্যি কি তুমি দাড়াতে পারছো না আর ?

ছাতাখানা মেলে আছ রাগ ও বিস্ময়ের

দলিল দিয়েছ ছুঁড়ে, সুদ-দেনা-ধার।

গন্ধ তবু পড়ে আছে ঢের ঢের ঢের....






প্রেম নামান্তর

পুজোর ছলে তোমার কাছে আসি

রিং-টোন যেন হয়েছে মরণ ফাঁস।

কৃষ্ণ যদি দ্বরকায়, কুঞ্জে ফাঁকা বাঁশি..

তোমার চোখে দেখে ছিলেম

          আমার সর্বনাশ’....






তুমি এবং মৃত্যু

আর বোলো না গড়িয়ে পড়ে যাবো

সামান্য তো পদ্ম পাতায় জল-

হেসে খেলে যেমন তোমায় পাবো

মৃত্যু পাবো বাড়িয়ে উচ্ছল।






কলম

কলম সত্যিই, চরমতম ভাবনা

আঁচড় ফেলে মুক্তি ক্রীতদাস।

এ কলমেই লিখিত বাইবেল

সমন ছুঁয়ে সীজার স্কাইলাস।






মডেল

দূরত্ব রেখে বসো

সম্মুখ করে তাকাও

দৃষ্টি সন্নিবদ্ধ

যেন দশ-বিশ বাও।



জঙ্ঘাতে রাখ হাত

বাহুমূলে রাখ মুখ-

খানিক মাপতে পারো

তুলিতে চাপানো সুখ।