বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮

সুবীর সরকার


সুবীর সরকার

নাইটস্কুল

পাখির অনুজ্জল চোখ
বারান্দা পেরিয়ে উঠোন
গমখেত ঘিরে রাখা নাইট
                      স্কুল
নদীর গভীর থেকে হাওয়া





পাখি ও পাখনা

মঞ্চায়নের আগে সময় ও তারিখ জেনে নিতে
                                          হয়
লবণজলে চোখ ভেজালে
খাতা জুড়ে পাখি
              
             পাখনা






বিলাপ

আর্তনাদ শুনি
প্রতিবাদও করি
জাস্ট নিতে পারছি না
                এসব
অগ্রভাগে বিলাপ বসে
                  থাকে





কফিশপ

যোগ করছি কফিশপ
ছাই কিভাবে ধুলো হয়ে
                     ওঠে
প্রকৃত নির্মাতা নাম ব্যাবহার
করেন না।
ছেঁড়া টুপিতে বাঁচা
                 আমাদের






টানেল

চোখের জল টানেল পেরোচ্ছে
বাল্যস্মৃতিতে আটকে থাকছি
চোখে চোখ রেখে কথা বলুন
বাজনা থেকে সরে আসছে
                           গান