মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

বাসব মন্ডল



বাসব মন্ডল

বিষাদ গুচ্ছ
...................
একটা মোমবাতি নিভে গেলে
যে সিরসিরে কালো ধুয়োটা ওঠে
তাতে আমি নিজেকে খুঁজি
তার কোন
জিওমেট্রিক এন্টিসিডেন্ট নেই
আছে
বিবস্ত্র রুদালী





যে সেলাই দিদিমনির
সরে যাওয়া আঁচলে
সমুদ্র মন্থন হত-
সেই দিদিমনির ফাঁকা সিঁথি
এখন অনেকের
আবেগের সাইলোগিষ্টিক প্রোব্যাবলিটি
খুঁজে বের করার বিষয়বস্তু

আর দিদিমনির কলঘর থেকে
শোনা যায় শিৎকারের ক্যাকাফনি





জীবন জুড়ে রোজই পূর্ণিমা
বুকের বাঁদিকে পুঁতে রাখা
কালপুরুষের কান্নাকে
বুড়ো আঙুল দেখিয়ে
সমান্তারাল রেললাইন বেয়ে
ছুটে চলেছে ম্যারিনেটেড স্বপ্ন





খাবি খেতে খেতে
চুলকে নিচ্ছি আলসারগুলো
গিজমোর স্ক্রিনে জমাট হওয়া
আদ্রতার প্রলেপে খুঁজছি
হ‍্যামলিনের  বাঁশিওয়ালার সুর

অনেক পথ পেরিয়ে
আজ বুঝেছি
এন্টিসেপ্টিকের মত
দুঃখের ও এক্সপায়ারি ডেট থাকে





শরীর বৃত্তিয় অনিয়ম থেমে গেলেও
জারজ অনুভুতিতে
গর্ভবতি হৃদয়ের রক্তক্ষরন
ক্লিশে হয়ে যায়-
ধ্বংসের মেহফিলে খুঁজে নি
মৌনতার সুরেলা বন্দিশ