মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

দেবযানী বসু



দেবযানী বসু

উৎসবাতুর
বরফস্নান। স্নান অশেষ। বেলা দিয়ে ভাগ করি ভ্রমরের হানটান। রক্তে বিষাদ। উৎসবাতুর লক্ষ লক্ষ পথ উঠোনের। সবুজ মানিপ্লান্ট স্মৃতির চারুলতা। ঘরোয়া শষ‍্যের ঘ্রাণ।জলপাত্র মোচড়ায় অভিমানে। পা পিছলাই মুনরেকারের পিছল আলাপে। অনুভাষ‍্য সাজানো প্রদীপে প্রদীপে। শরীর নিমিত্তমাত্র ফল্গুতীর্থ।

একে ছেড়ে কতোদূর যাবে?
_____________________________________






খেয়ালি মাথুর
বিজ্ঞাপন হাত পা মেলে বসেছে ঘরে। জলেরই তো আছে ইমনকল‍্যান আর পানিয়াভরন। আবিষ্কার তুলে আনি খেয়ালি তালাও থেকে। শুঁয়োপোকা লাগে ঘর আর চরবিন‍্যাসে। উর্ণা  উর্ণা ডেকে খসে শরীরের রোম। বিরহের বারোটি রাশি বিজ্ঞাপনও বলে। জলে কুমিরযোনি কন‍্যার ডাঙাবিরহ।ফাইল খুলে উড়ছে খেয়ালি মাথুর। সূর্যস্তবক গুণে গুণে বন্ধ করছি ইথারজগৎ।
_____________________________________






রংবাজি বৃন্দাবনী সারং এর
পাঞ্জাবি গোস্বামী হয় আন্তর্জালে লেগে। ঝরা  চিনার পাতায় অতীতের স্মৃতি। সহজিয়া স্থলকমলের দুপুরবারোটা হাঁস হয়ে নামে জলে। ঝাপটা দিলেই 'হেই ম‍্যান' দুলে ওঠে হাওয়ায়। কপালে পোশাকে বিরহমোটিফের হলুদ টীপ। বর্ণা বর্ণা আনন্দ। কুয়াশামোহ ছাড়তে ছাড়তে বাইক এগিয়ে যায়। রাসসুন্দরীর পাথরঘাটা স্তন। সেতারে ঝালা দিয়ে চলছে বৃন্দাবনী সারং এর রঙ ঝালাই।
_____________________________________






চুম্বন জিআইএফ
ক্রিয়াপদ ভেঙে আমাদের তরঙ্গশয়ন। আশি হাজার আলোকবর্ষের নৈকট্য। আমাদের টেরাকোটা সমাধিকুটির। ইউসুফ প্রেমিক। সাধের মরণ এসে বাঁচিয়েছে তুলসি তলা। কপালে প্লাবনরেখা অজর অমর। বেদবহ্নি গাছেরা স্তব করে। আমাকে আহূতি দেয়। চন্দনাক্ত শেষদশার প্রতিটি দুয়ার।না খুললে বাইরে পড়ে কাঁদতাম কতো। কে কাকে গুডবাই জানাতো বলো। জটবাঁধা ঘুম। ইউসুফী চুমুর জিআইএফ পড়ে আছে লেখাময়ী জুলেখার কঙ্কালে।না খোলা ঘুম।
_____________________________________






মহাজাগতিক
নৌকোর স্বাধীনতা দাঁড়ি আঁকায়। মিলনের বৈষ্ণবতা। মৃত্যুর ধুন আর বারুদ গুনগুন। ছুঁয়ে থাকি অনন্ত পাছে কেউ অনন্ত চুরি করে। পেয়ালাতরঙ্গ। ঝোপঝাড়ে পুঁতে রাখা বেদনা হর্ষ। হাতে ধরে শেখানো শবাসন। যতোটা দরকার ততটা গায়ে মাখি জীবন। পুতুলডুব মর্মে । আর ভেসে উঠবো না। ফিরে ফিরে আসে যে সে রোবোট। লোকের যা কিছু সেও গায়ে মাখে। নিদান পিছন পা হারানো ঘড়ি। অচেতন পোশাক আশাক। উড়তে শেখাই। সামান্য প্রেমে সে স্পর্শ করে থাকে পম্পেই ছাঁচ।