মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

দেবজিৎ দে



দেবজিৎ দে

পদাতিক
---------------------------------------
জন্মক্ষণেই দাই মা নাভিকুন্ডে ঘষে দিয়েছেন ছাই
কতগুলো দুপুর আর তপ্ত সময় আমি উঠানে
অসহায় ভাবে শুনেছি লক্ষ্নীর পাঁচালী
ক্রমশঃ দীর্ঘ হয়েছে রাত্রি ! কখন ভোর হয়
বিশ্বাসের গাঢ় পুস্প বিধাতার পদতলে -
পঞ্চদীপের শিখা বেঁধে আঁচলে
মা বলেছেন , অক্লেশে -
এ হলো ভাঙা সময় !
অসময়ের এই পঞ্জিকা ! কে লিখেছিলেন ?
তিনি কি আমার সম্বিৎ ফেরোনোর চেষ্টায়
এবিধ ছ্যেঁকায় ?
তাকেই বলছি , আমার জন্ম প্রবল ঠান্ডায়
চটে ঘেরা প্রসূতি সদনে , নাম নিরাময় ।
বাবা ঘোড়ার নাল ব্যেঁকায়
আর মা আয়ুর্বেদিক , এখনো শরীর জুড়ে তার -
রক্তল্পতার জন্মগন্ধ ! 'মা ময়'
~~~~~~~~~~~~~~ # ~~~~~~~~~~~~~~~




প্রেক্ষাপট
---------------------------
শোক ও বিরহ একঘেঁয়ে আজ
শাপগ্রস্ত মানুষের
মুক্তির কথা ভেবে রং ও তুলি  -
হাতে ক্যানভাস । 
প্রথম আঁচড়ই অপার্থিব ! ভাসে -
মানস পটে , বিস্মৃত এ্যাঞ্জেল !
এবার সংযত , রঙের চাতুর্যে চাই -
স্পষ্ট ওষ্ঠের ছাপ , আঁখি-পল্লব
আরো নীচে ঠিক যেমন টি
আমাদের ইভ ও পূর্বের আপেল।
চলে মোহময় আকি-বুঁকি , দেখি -
গড়ায় অজস্র হিজিবিজি , অজান্তে
ক্রোধ ও কাম কবেই লিপ্ত
এ ক্যানভাসে ! পুরানো অভ্যাসে ।
সমস্ত রঙে ঢেলে দিই ঘৃণা -
ছিঁড়ে ফেলি , তবু রয়ে যায় কিয়দংশ
অবাক  , দাঁড়িয়ে শাপগ্রস্ত আদম -
শোক বিরহের বলয়ে আমি !
-------------------- # ---------------------





ঋন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
তুমি কি কেবলই গাও বিষাদের -
সেই প্রথাগত গান !
একাকী জমা করো অশ্রু -
নিশীথে , সারো স্নান ?
ঝরে যায় পাতা , চেনা সুর -
মর্মর ধ্বনি , বোধবৃক্ষে ।
একই সে অঙ্গন ! খ্যাত দু-জনাই ।
কে বেশী ঋনী ?
প্রশ্নে , উভয়েই চুপ !
'শরণং গচ্ছামি' তথাগত বাণী -
বিহারে , বৌদ্ধ ভিক্ষুক -
আহারের নাই সংস্থান !
ফের , শরণং গচ্ছামি শ্রবনে -
আশ্রয় করো দান !
----------------- # -----------------





পরম্পরা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
অতিত থেকে বারংবার -
আলিঙ্গন বারমাস ,
গোবরাটে ফোটে দিব্যচক্ষু -
পরমান্নে ডোবে হাত !
প্রেম সাবলীল , তবু বাঁকে -
ভ্রূপল্লব , শীত ও গ্রীষ্ণে ।
ব্যাতিক্রমী ঋতুতে -
দেখেছি , ঘর বদল
বন্ধন , সুতোর ফাঁসে !
অপরিহার্য মিলন ও বিরহ -
বোতাম আর সূচের ।
-------------- # ----------------------------





পটভূমি
-------------------------------
মৃন্ময়ীর পদতলে ছুঁড়ে দিই পুস্প -
চোখ বুঁজে , গাঢ বিশ্বাসে !
নানাবিধ নৈবেদ্য , ফল ও মিষ্টান্ন -
প্রপ্ররনার্ত্যি হরে দেবী প্রসীধ ।
#
অন্তিম লগ্নে মা চেয়েছিলেন রক্তে -
বাতানুকূল ঘর , পারি নি ।
শেষ শ্বাসে হাত উঠেছিলো একবার -
ধরে , নিয়ে গেছি তাপঘরে ।
--------------- # ----------------------