মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

মন্দিরা ঘোষ


মন্দিরা ঘোষ

মোবাইলে

হাজার আপডেট
অনুরোধের বন্ধুতা
ক্লান্ত তর্জনী থামার আগে 
শুধুই চেয়ে থাকে বিস্ময়ে
না কোন বিশেষ খবরে নয়
নতুন কোন আপডেট নয়
ভাল কমেন্টের লোভ ও নয়
খুঁজে যায় সেই চোখ
যে দিকে তাকালে মনে হয়
আজ সারাদিন খুব উৎসব








না ফুরনো বিকেল

একটি না ফুরনো বিকেল
নেশায় উষ্ণতার ঘুমজল
পাথরে পাথর জাগে
শূন্যতায় ভাসে শরীরী উপাচার
মন্ত্র যজ্ঞ হোম সাগ্নিকের
মোহমুগ্ধতায়
লহরীর পর লহরী
ডুবে যায় চোখ
গর্ভপাত্রে ধারাজল
স্নান শেষে
জাগে ক্লান্ত রতিঘর
বিকেলের লাল আলো
অনন্তনাগ হয়ে ছুঁয়ে থাকে
অবশিষ্ট জীবন








যখন প্রত্যাশায়

অন্ধকারের একটি  প্রত্যাশা
সব থামিয়ে রাখে
বাইরের উদ্ধত কোলাহল
শব্দ ব্রহ্ম নাদ
শ্বাস ও থেমে যায়
ঝড়ের পর শীতল তরজায় 
ভেজা ঠোঁট জন্মান্তর  আঁকে
শব্দ থেকে মুছে যায় আলো
রঙিন কাঁচের গায়ে তীর্থজলে
টলটলে  ছায়া
সব আগুন  নিয়ে
মিথ্যে দাঁড়িয়ে একা








আঘাত

আঘাতের চিহ্নগুলি জেগে উঠলে
একহাতে বেদনা আঁকো
অন্যহাতে জল
কেননা জলের ধর্মগুলি দিয়েই
পুঁতে ফেলতে পারো একটি
অক্ষর গাছ
যা দিয়ে সকাল সন্ধে
শব্দ সাজাতে পারো একা একাই








একা

একা ভাল নয়
কোন কিছুই একা হয়ে
যাওয়ার পক্ষে ভাল নয়
ছিন্ন জীবন
সরে সরে যাওয়া
ভরসা সরে গেলে
একা একা ভরে ওঠে
দুপুরের চোখ
কোন কিছুর জন্য
একা হওয়া ভাল নয় বলে
ভালবাসা চেয়ে নাও
একার দুপুরে