শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

দিশারী মুখোপাধ্যায়



দিশারী মুখোপাধ্যায়

বিবমিষা

কিছুদিন অন্তর অন্তর অন্তরে
জমে ওঠে আন্তরিকতা
যার অন্যান্য সমার্থক শব্দগুলি দুর্বলত ,
চতুরতা অথবা অযোগ্যতা

অন্য শহরের একটা লোক
আসানসোলের এস বি গড়াই রোড ধরে হাঁটছে
মাথার উপর আল্ট্রা ভায়োলেট সূর্যের হুংকারেও
জনপদ বেয়ে আসা কবিতার স্রোত
লোকটার কার্ডিয়াকে

কিছুদিন পর পর
পরতে পরতে জমে প্রণয়ের ক্লেদ
সাবধানী হাতে তাকে মুছে ফেলতে হয়
ভালোমানুষের ঢংয়ে
বিবমিষা

অন্য সোলারের একটা অজানা পৃথিবী
এই পৃথিবীর বুকে ঢুকে রাস্তা হারিয়েছে
অন্য সোলারের একটা বৈদুর্যমণি
এই পৃথিবীর বুকে নিরীহ বৃশ্চিক








হনন

পুরনো হয়ে গেছে
চকচক করছে না
আয়ুষ্কাল খরচ হয়ে গেছে অনেকটা
তাই বাতিল

মানুষ নতুন কিছু চায় সবসময়
পরিপূর্ণ লাবণ্য চায়
প্যাকিং ইন্ট্যাক্ট থাকে যেন

ভূগোল ,জ্যামিতি আর কেমিস্ট্রি
এরা প্রত্যেকেই মান্ধাতার বংশধর
এদেরও বিকল্পের খোঁজে খনন সক্রিয়

পুরনো বলে তোমাকে বাতিল করার পরই
পিছন ফিরি
পিছনে লম্বা এক নতুনের লাইন







জলজ প্রীতি

অনেক জলজ প্রীতি
শব্দের অভাবে আজও মূক

গাঢ় অন্ধকার মাখা
আল্ট্রা ভায়োলেট রশ্মি
চরাচরে কমলেকামিনী
সবুজ গোলাপ থেকে লালের উদ্ভাস
প্রত্যয়িত করতে পারিনা  তাই
দ্বীপান্তরে রয়ে যাই
উচ্চকিত বাক সহ
রবহীন রবে

বাতিল আকাশ বাইরে
গার্বেজ হলে
পাথর উল্লেখ্য হয়
ক্লিওপেট্রার অবগাহনে







বাউল জীবন

পূর্বদিকে যাও ,
পূর্বটা যেখানে কেবলই পূর্ব
সেখানে গেলে দেখবে
একটি শুকিয়ে যাওয়া অনন্তকালীন দিঘীর কঙ্কাল
তোমার জন্য অপেক্ষায় আছে
সেখানে গিয়ে আগে সাধ্যমত কেঁদে নিও
যতটা কাঁদলে বুকের ভেতরটা পায়রার পালক হ'য়ে ওঠে
কান্না শেষ হলেই স্বপ্ন ভাঙানো উল্কি থেকে
একটা হলুদ প্রজাপতি বার হবে
ঠিক সেই সময় নিজেকে হাতের তালুতে তুলে নিও
তারপর নিজেকে নিয়ে ওই দিঘীর অন্তস্থে নেমে যাও
তখন একই সঙ্গে সে এবং তুমি ভ'রে উঠবে জলজ আহ্লাদে

পূর্বদিকে যাও ,
পূর্বদিকে গেলে পাবে অপূর্ব প্রণয়
সে প্রণয় পাত্রহীন স্বয়ং আধার
অন্ধকার নেই বিন্দুবৎ
আলো আছে কেবল আলোয় ভ'রে
একাএকা অসংখ্যকে নগণ্য বানিয়ে

যেটুকু মোমের স্বপ্ন কিনে এনেছিলে সখ ক'রে
সে এখন তোমার রক্তে ঘূর্ণি খাচ্ছে মিনিটে বাহাত্তর

সেটাও তো কম পাওয়া নয়রে বাউল