শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

অসীম মালিক



অসীম মালিক

ভোরের মুখ
                
মৃত শালিখের পাশে শুয়ে আছে --
         একটি মৃত ভোর ।
যার নিথর ডানায় নেই ,
                 আজ মুক্তির আনন্দ ...

রক্ত হিম হয়ে যাওয়া দুটি ডানায় ,
এক ঝাঁক লাল পিঁপড়ের প্রত্যাশিত দখলদারি ।
স্পন্দনহীন মুক্তির শরীর ,
                তারা মহানন্দে ভাগ করে খায় ।

এ রাস্তায় এখনও কুকুর আসেনি ,
এ রাস্তায় এখনও বিড়াল আসেনি ।
           এলেও আজ পাখির চোখে ফিরে তাকাবেনা -
                              ডানার স্বাধীনতা ...

কতশত শুঁয়োপোকা ,
প্রজাপতি হয়ে ফিরে আসে ।
কিন্তু মৃত শালিখের ডানায় ভর করে
                   রাত্রি দ্যাখেনা ভোরের মুখ । -







একাই এসেছি

সুবোধকে নিয়ে আসিনি ,
সুমনের কাছে রেখে এসেছি !

মায়া ,মমতা ,ভালবাসা
ওরাও আসবে বলে পা বাড়িয়ে ছিল ।
ওদের প্রিয় পাহাড়ের কোলে ঘুম পাড়িয়ে এসেছি ।
সমব্যথী পাখিটাও কিচিরমিচির করছিল ,
ওকে চোখের জঙ্গলে উড়িয়ে দিয়েছি ।

সহমর্মিতাকে বলেছি ,
ইচ্ছে থাকলেও তোকে নিয়ে যেতে পারবনা ।
দিনকাল খুব খারাপ ,
কার ঝড় কার উপর এসে পড়ে ।

একাই এসেছি ,
এই নিঃসঙ্গ ঠোঁটের পাড়ায় ।
এখানে কেউ মমতাকে চেনেনা । -