শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

ফিরোজ আখতার



ফিরোজ আখতার

বকধার্মিক সূর্য

সেদিন ছিল দগ্ধ আকাশ ; তারা পোড়ার গন্ধ
তীব্র কটু ; স্বাদটা তবু লাগছিল না মন্দ ৷
নক্ষত্রের ছাই মেখে গায়
ছায়াপথের ভস্ম গাদায়
উল্কাপ্রপাত : ঠিক যেন তার ফুলঝুরি প্রচন্ড ।
ব্ল্যাক হোলের অভিমানে
নিঠুরতার সময় যানে
বকধার্মিক সূর্য ছিল নীরবতায় ভণ্ড ৷
ভীষণ রকম ভন্ড !







তোমার নাভির বৰ্গমূলে

তোমার নাভির বর্গমূলে ঝড় উঠেছে : ঘূর্ণি ঝড় ৷
পাতালঘরে বন্দী প্রেমিক : কাঁপছে অধর থরোথর ।

ভালোবাসার ম্যাপেল পাতায় , হলদেটে তার বুকের শির-
ঋণাত্মক চাওয়াগুলো শ্রান্ত ভীষণ; খুঁজে খুঁজে শান্তি নীড় ৷

দেহের ঢালে, খাঁজে খাঁজে শুধুই শুধুই গভীর বন্যতা-
অনুভূতির অণুগুলি পণ্য আজি ; নিলাম নদীর মন্দতা ।






কাতলা কালু

কাতলা কালু প্রেম জোয়ারে                   
ভাসছে যেন ভেলাটি,
খিদে-ঘুমের নেই ঠিকানা                        
মন দিয়েছে পোনাটি ৷
রূপের খনি মন ভোলানো                      
মৃগেল মাছের কন্যাটি,
লিভ টুগেদার করবে বলে                      
ফ্ল্যাট নিয়েছে একটি ৷
লক্ষ টাকা গচ্ছা গেছে                           
হিরের দামী আংটি,
ধার করেছে দ্বিগুণ সুদে                        
ভ্যানিশ চোখের ঘুমটি ৷







পেটমোটা কুমড়ো

পেটমোটা কুমড়োটার হঠাৎ করে হয়েছে গোঁসা,
লাউপিসি বলেছে তাকে, "তোর নাকি মোটা খোসা " !
কথাটা ঠিকই পৌছে গেলো এঁচোড় কাকার দুই কানে,
কে যে সেটা তুললো কানে, এঁচোড় কাকাই সব জানে !
তাই না নিয়ে সব্জিক্ষেতে প্রকান্ড এক ধুন্ধুমার -
দু'দলেতে ভাগ হয়েছে সবজিসকল আরেকবার ৷
পাতলা খোসা , মোটা খোসা , লালচে ও সবজেটে
দল করেছে পাতলা খোসা , লালচে ফল একজোটে ৷
অপরদিকে মোটা খোসা, সবজে ফলের দাবড়ানি,
শখের প্রাণটা যায় যে বুঝি, ভীষণরকম হানাহানি |
কোথায় ছিল বুনো ওল, বাঘা তেঁতুল সাথে নিয়ে -
হইহই করে আসলো ছুটে, মারবে বাঁশের লাঠি দিয়ে !
এমন সময় আসলো চাষি, কাস্তে বড়ো সঙ্গে তার,
"কোন ব্যাটারা গন্ড করে, মুন্ডুখানি যাবে কার ?"
চোখ পাকিয়ে এদিক তাকায়, ওদিক তাকায় চাষিটি
শেষকালেতে কুমড়ো ব্যাটার সারলো কাবার কম্মটি ৷







ইচ্ছেস্বপ্ন

আমার ইচ্ছা বড়ো হয়,
সাগর জলের সফেন ফেনায় লবণ খানিক হই ।
তোমার কালোচোখের গভীরতায় জাল পেতে যে রই ।

আমার ইচ্ছা খানিক হয়,
তোমার খোলা দেহের আদিমতার প্রিজমটুকু হই ।
মনের আলোর ভগ্নদশার সাতরঙা রং হই ।

আমার ইচ্ছা যদি হয়,
তোমার খোলা পিঠের বক্ররেখায় সাপের শরীর হই ।
বুকের খাঁজের নিষিদ্ধতায় ফুটতে থাকা ভুট্টাদানার খই ।

তোমার ইচ্ছা যখন হয়,
আমার ডুবতে থাকা মনকে আমি তোমার মনে ছুঁই ।
নারী ও প্রকৃতি : দুইয়ের মাঝে আধডোবা হয়ে রই ।