শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

দেবযানী বসু



দেবযানী বসু

ঘনিষ্ঠ চিহ্ন বসাও

রোদপাকা  স্কুলবাড়ি। পোকা ধরেছে ওয়াশরুমে।
'কিছু না আমি' বলা আমি উল্কিসাজা এরোপ্লেনের মাছি।
লেবু ও লেটাস পাতারা নিজের গোত্র ধার দিচ্ছে।
নিজেকে ধনী বানাবার এও এক চক্কর বিশ্বাসী ডুবুরি।








বিক্ষোভ
জীবন অনেকটাই চুলকে খাবার রসদে মাছিদের সমবায়
লাল কাঁকড়ারা লাল আপেল কালোজাম উজাড় করে।
একটা গন্ধক ক্ষত বৈদ‍্যুতিক ইশারা তন্তুজ করে।
পোলিও টিকা ছবিদার প্রেম ছেড়ে প্রেমের পেটেন্ট চেয়েছে








জানান দিও

রাতের স্বপ্নরা দিনে ছায়া পাঠায়।
দীর্ঘ যাত্রা ও পালায় নামে ঘর।
মঞ্চের ঘোড়ার নালে বেঁধে দিল স্পঞ্জ।
ছাই এর কান্না ফুঁড়ে সান্ত্বনা আসে।
অজান্তে জামায় আটকানো স্টোনচিপস
আবার রাস্তায় ফিরে গেছে।








পাজলিং ছাইদানি

সিগারেটের আপাদমস্তক মানবিকতা ছাই এর ভিতর।
ঢ‍্যাঁড়া মারা পাগলামির চাই চিকিৎসকের দার্শনিকতা।
প্রথম শতাব্দীর শ্লোক আওড়ায় স্কুলবাড়িটি সমুদ্র শিশু
বিকল্প সূর্য আছে পৃথিবীর।ছাইদানির আলোও আলেয়া।