মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

রত্নদীপা




কবিতাগুচ্ছ
রত্নদীপা
1
চিতশোয়া আকাশের গালে হাত চাঁদের দিগন্ত

গান গাই মেঘরাখালের শিকড়ে , চিঠি লিখি
কোণারকের সিঁথি জুড়ে আলোউদ্যান
ভোরের শেষ কড়ি কোমল ভাসছে তন্তুহীন
গন্তব্যে পৌঁছে কিন্নরীশাঁখে ভরে ওঠে দুধ
খালি গায়ে ওড়ে অশ্রুদানার মাতৃস্বাদ

এসো তৃতীয়ার রাত থেকে পেড়ে আনি শুক্লপক্ষ
এসো মন্দাক্রান্তায় লিখি ইমনের পদাবলী

বৌদ্ধপাতায় ফিকে হয়ে আসে শ্বাসকষ্ট
আজ এসো দেবতার ভাষায় কথা বলি





2
তোর উঠোনে আমার বাড়ন্ত বয়েস
ছিনিমিনি খেলিস দুহাতে উপুড় পাখি
শরীর থেকে পোশাক ওড়ানো সহজ
চেরাপুঞ্জি থেকে একবার মেঘ উড়েছিল সেভাবেই

রীতিনীতি না মেনে বর্ষা ফলেছে দেদার
ভালো ঘুমের পর খরবায়ু বইছে ভিটেমাটিতে
আত্মহত্যার সবুজ বাগান
পাহাড় বেয়ে নামছে ক্রমশ ঢালু
সমবাহু ত্রিভুজ

কেউ কাউকে দেখছি না
অথচ রাতের নীলউল ফুলে ফেঁপে উঠছে ...
নক্ষত্রের ফসল তুলছে ঠোঁটের দিগন্ত

বজরায় মশগুল আমাদের জ্যামিতি




3
তোমার কলমের দেহে ধিকিধিকি যৌনঅক্ষর
তোমার ত্বকের বহুতল থেকে ছুঁড়ে দেওয়া জনপদ
তোমার লাঙ্গল দংশনের আদিম পিথাগোরাস

আমি জানি ডালপালা রক্তাক্ত হতে হতে

একদিন বিস্ফোরণে পুড়বে বাউলপোশাক
একদিন সূর্য করবে সম্ভোগের ঝুমচাষ
একদিন জোয়ারে বইবে ধমনীর পুংখামার

আমি নিশ্চিত

একদিন তোমার শিরদাঁড়া ভেদ করে উড়ে যাবে ঈশ্বরের বুলেট




4
মৃত্যু অন্তিম পরীক্ষার অচেনারঙ প্রশ্নপত্র
মৃত্যুর উপহার একজোড়া উড়ন্ত খড়ম
চাঁদ যখন মৃত্যুমৃত্যু তখন মোহনবীণা
সমুদ্র নেশায় ডুবুরি খোলে মৃত্যুর সিন্দুক
কর্কটরেখায় মৃত্যুর বাড়বাড়ন্ত
বোধিবৃক্ষের মতে মৃত্যু অমৃত কুম্ভে আত্মস্নান
বিপ্লবীর ডালপালায় দীর্ঘজীবী হোক মৃত্যু
মৃত্যু এক শ্যামল বালক যার বাঁশিতে ময়ূর পালক
মৃত্যু সফল ট্রেকিং নিমেষে পৌঁছে দেবে অ্যাটলাসের চুড়ায়
মৃত্যু একটি যন্ত্র যা অতি সহজে পোশাক পাল্টাতে সাহায্য করে
সব মৃত্যু নির্জন হতে হতে একদিন মোমবাতিতে নিভে যায়
এক গ্লাস শক্তির মৃত্যু বোহেমিয়ান
মৃত্যু ফিরে আসার প্রতিশ্রুতিবদ্ধ লিফলেট
মৃত্যু বাস্তুনৌকো সাবধানে পৌঁছে দ্যায় নতুন নদীতে
মৃত্যু শেষের কবিতার কলম , লিখে রাখে শেষ পংক্তি




5
মহীনের গানে দলছুট ঘোড়াদের ডাইনামো
গান্ধারীর একশো গানের একটিও শুদ্ধ ছিলো না
কালাহাণ্ডির ক্ষুধার্ত শিশুরা ধানের বদলে গান
মৃত্যুতে ধ্যান করে ইশ্বর রাগের গান
আল্লাহ্‌র ত্বকের গান গীতগোবিন্দ
কারাগারের গানটির সীমানা ডানা ছেঁড়া
গানবালিকার বিনুনীতে গীতবিতান
রোগা চেহারার অসুখী কবিতাকে গান বলে ডাকে কেউ
জঙ্গল মহলের গান প্রতি গ্যালপে বুলেট
মাত্র কটি গানে বৃক্ষের গুলিবিদ্ধ রেওয়াজ
যে মানুষ মাটিতে গান বোনে তার নাম কৃষক
পৃথিবীর প্রথম গানবৃষ্টি , দ্বিতীয় মেঘের রসালো কোয়া
শেষ রাতে প্রেমিক প্রেমিকার বুকে খুন মহুয়াগান
গুমসুদা গানটির ঘুঙুর ছুঁড়ে দ্যায় অন্ধকার পিরিচ
নাতিদীর্ঘ একটি গান নকশাল বাড়িতে বাজালো বারুদ