শনিবার, ২১ মে, ২০১৬

আলো বসু




আনন্দ 
আলো বসু
এই যে তুমি আকাশ -মাটির কথা বল ,
চাঁদ -তারার কথা বল ,
অরুণোদয় আর অস্তাচলের কথা বল , নদীর জল , জলের নৌকো ,
আগাছার মধ্যে যে নাম না জানা
ছোট্ট ফুল , তার পাশে ভ্রমরের গুনগুন ,
এই যে রঙ্গালয় ,
পেছনের সাজঘর -----
বল . . .বল . . . বল কী আছে ওতে ?
"
আনন্দ "l
আর এই যে এত হিংসা , দ্রোহ , রক্তপাতের কথা বলবারুদ গন্ধ বুকে নিয়ে এগিয়ে যেতে চাও , তোমার প্রতিবাদ , তোমার মিছিল শেষ পর্যন্ত কী চায় ?
"
আনন্দ "
আরে ! তুমি তো দেখছি সেই শিশুটির মত !
রোজ সে খেলনা চায় l
বলি , "খেলনা কী হবে "?
সে বলে , "খেলব "!
খেলাচ্ছলে বলি , "খেলে কী হবে শুনি ! "
সে বলে , "আনন্দ "l
খালি হাতে সে আসে না
রোজ সকালে বাগানের একটি দুটি তাজা ফুল সে আমার হাতে এনে দেয় l
আর আমিও . . . . আমিও কী দেখি তাতে জান ?
না . . . না . . . তুমি হেসো না যেন . . . . .



শ্বেতসার  --------------
আলো বসু
সাদা পৃষ্ঠা , সাদা হয়েই চির জীবন থেকো ,
সে মুখখানি তোমার কাছে সংগোপনে যাবে l
তার যে যত গোপন কথা বন্দী তোমার ঘরে ,
তুমি তো তার একমাত্র সত্য হয়েই রবে I
ওই তো দেখো , আখর-ভরা পূর্ণ পাত্র নদী ,
নানা রঙের মুখোশ গুলো যাচ্ছে বয়ে বয়ে ,
সুখ দুঃখের জোয়ার ভাঁটায় সে রঙ মুখে আমি
নিরন্তর দেখছো কেমন উঠছি রঙিন হয়ে !
আছে ও নেই --- মধ্যে কিছু , কিছু একটা থাকে l
থাকুক না সে তোমার কাছে,জানবেনা কেউ তাকে l
যখন যেমন রঙ পেয়েছে কলম এঁকে গেছে
মিথ্যে'আমি' রঙিন কোলাজ,জীবন ভরে আছে l
সাদা পৃষ্ঠা , মুখখানি তার নীরবতায় ঢেকো
রঙবেরঙের মুখোশগুলো আড়াল থেকেই দেখো
সায়ংকালের গেরুয়া রঙ মুখ না মুখোশ ! কী এ !
তোমার বুকে রাখছি না হাত সত্যি বলার ভয়ে l




টান 
আলো বসু
এই তো এলাম , এখনই কী যাব চলে ?
কত রহস্য এখনও রয়েছে বাকী ,
বাঁকে বাঁকে এই জীবনের কত রঙ ,
কত আলো -আশা , কত ভালবাসা
কতটা বা তার ফাঁকি ! 
বাগানে আমার গাছ -গাছালির মেলা ,
জানা অজানার কিছু আগাছাও আছে
ছাঁটতে পারি না , ফেলতে পারি না কিছুই
তারা তো কিছুটা সবুজ দিয়েছে চোখে ,
মুঠোভরে সব রাখি  l
আর কিছু জমি কাঁটা ঘাসে আছে ঢাকা
সেখানে আমার লাল পদছাপ আঁকা
সে লালের রঙে ফোটে কিছু ফুল জানি
আঘ্রানে তার সুরভিত হয় মন ,
ক্ষমার শিল্পে থাকি l
জীবনে এসেছি জীবনের ডাক শুনে
এখনই দেব না আর কোন ডাকে সাড়া
এই তো এখানে শিখছি থাকার মানে
শুঁয়োপোকা দেখি , দেখি প্রজাপতি হওয়া
জীবনেশ্বর আঁকি I




পরিভাষা 
আলো বসু
চোখের জল মোছাতে এসেছিলো ,
চোখের জলে ভাসিয়ে দিয়ে গেলো I
একটি হাতে জীবন পাগল করা ,
অন্যটিতে মরণ মুঠোয় ভরা I
অলীক টান টানলো জীবনটাতে ,
ভেসে যাওয়া মরণ যন্ত্রণাতে l
বঞ্চনাতে শিরায় ধরে টান ,
আগুন ,তবু আগুন অনির্বাণ I
হৃদয়ে বসে আলোর সংসারে ,
কালোর চেয়েও অন্ধকার গড়ে I
মরণ ,আমি মরণ ভাবি যাকে ,
তারও চেয়েও অন্য মরণ থাকে I
জলের মধ্যে জলের মেলামেশা ,
জীবন - মরণ ----প্রেমের পরিভাষা l




অনুভব
আলো বসু
শেষ বিকেলের কমলালেবু আলো
দিগন্তের ওপারে অনন্তের অন্তর্ধান রহস্য লেখে
এ সময় মায়াবী কোলকাতা
ভাঁটার টানে ঘরে ফেরা স্রোত ,
পর্যটন ক্লান্ত আন্দোলিত গল্পরেখা ,
রেখায় রেখায় মিলিত মুখচ্ছবির
একই জীবন পারাপার
মহাকালের একমাত্র সন্তান
দ্বিধা ,দ্বেষ , গ্লানির
সাফল্যছাপ নিয়ে
ভুল বানানের মহাজীবন
মৃত্যুহীন অক্ষয়
চিতায় শরীর শুধু শরীর চলে যায়
অবিনাশী প্রেম
নশ্বর ভালোবেসে বসে থাকে
শরীরী মাটির আশায়