বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

রমা সিমলাই

 

কবিতাউৎসব" সুস্থ সাহিত্য ও সাংস্কৃতিক সৃজনের এক অবিরাম পথচলা। অনিঃশেষ তার অমৃতভান্ডটি। বিস্ময়বোধক তার বিস্তৃতি। স্বনামেই পরিচিত প্রতিষ্ঠান হয়ে উঠেছে অনায়াসে, মাত্র পাঁচটি বসন্ত পেরিয়ে - এ বড়ো কম কথা নয়। নির্ভেজাল পাঠকের কাছে "কবিতাউৎসব" এক অমোঘ আশ্চর্য আশ্রয়। লেখক - পাঠকের দ্বৈত সত্ত্বা আশ্চর্য সেতুবন্ধ তৈরী করেছে, অবশ্যই সেখানে পালনকর্তার (সম্পাদক মহাশয়) ভূমিকা স্বনিয়োজিত মহীরুহর মতো। তার সুরম্য সুরভিত আন্তরিক সাহিত্য - আবহ দিনে দিনে এক আশ্চর্য আরাম হয়ে উঠেছে হৃদয়ে মেধায়। কখনও পাঠক হিসেবে, কখনো লেখক হিসেবে কবিতাউৎসবের অঙ্গ হয়ে উঠেছি। এ যেন সুস্থ সাহিত্যের আঙিনায়, নিজেকে অন্যের চোখে চিনে নেওয়ার সুযোগ করে দেয় কবিতা উৎসব। পরিশেষে বলবো, একজন নিঃস্বার্থ পাঠক হিসেবে প্রার্থনা করি, কবিতাউৎসব তার অনন্ত পথচলায় দিশারী দীপবর্তিকা হয়ে উঠুক আমাদের সাহিত্য পিপাসু অন্তরের। নিরাপদ হোক, আনন্দময় হোক কবিতাউৎসবের আগামী পথচলা।