সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

কাকলি মান্না


কাকলি মান্না

প্রাপ্তি

এভাবেই কথা নয় সব শব্দ..   
অক্ষরের ভেতর শব্দ ভেঙে ভেঙে
হেঁটে যাই গভীরে...
নীচে নামি অতলে..
ভালোবাসার গভীরে
আরো আরো গভীরে..
তোমাকেও ডুবতে হবে...
সাঁতার  না জানা . তলে

সেখানে মাছেদের জলজ চুম্বন
কিছু শেওলায় জমে থাকা ধুলো মুছে
ডুবুরি হওয়া ... শীৎকার যন্ত্রণার দহন...
এভাবেই মিশে যাওয়া প্রাপ্তির যোগ ফলে।







মেধাবী জ্যোৎস্না

বিকেলের করিডোর জুড়ে মেঘেদের শীৎকার
গাছেদের গায়ে বৃষ্টির নামাবলি
নিঃশব্দ ভেঙে ফেলে পাতাদের ব্যারিকেড
রমন রত শালিক গ্রিলের  সোহাগ মাখে

উড়ালপুলের শরীর জুড়ে নিয়নের  জলসা
দ্রুত  গতি যান ভেঙে ফেলে বৃষ্টির মৌনতা
মৃত শহরে জেগে ওঠে স্বপ্ন
ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরী
নেমে আসে ঘাসের বিছানায়
ঘর বিমুখ বালক
বালির জামা ঝেড়ে উঠে দাঁড়ায়
দেখা হয়ে যায় স্বপ্নালোকের নারীর সাথে
এভাবেই প্রতিটা বিকেল
সন্ধ্যার স্বপ্ন বুনতে বুনতে
মেধাবী জ্যোৎস্না মাখে







আমি ও প্রতিলিপি

একই দরজার এপাশে  আমি
ওপাশে অপেক্ষা খুলে ফেলে সে...
রোজ ঘুরে আসে ময়দান ।
দীর্ঘ মিছিল, ফেস্টুন উগরে দেওয়া বিষ,
ঝুলে থাকে ঝাঁঝালো গন্ধ ছবি...
ল্যাম্প পোষ্টের আলোয় ঝুঁকে  আসে মাথা ।
তৃপ্তির পাত্রে চুমুক দিয়ে
টেনে ছিঁড়ে ফেলতে চাই একাকীত্বের নামাবলি
প্রাপ্তি সাজিয়ে হাঁটি... আগে যেতে যেতে  সে
ভিড়ে ও স্পর্শ হীনতায় ভোগে..
একদিন বোঝে বাইরে ভেতরে সে একা ।