সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

অনিন্দিতা সেন


অনিন্দিতা সেন

অভিসারিকা

শুনতে পাচ্ছো জলের ঢেউ ভাঙার শব্দ?
অজস্র ধারায় জমে তোমার...
নীলাম্বরী আঁচলে,
নদীকে বুকে নিয়ে দাঁড়িয়ে একা তুমি!
সোঁদা গন্ধ গায়ে, উদ্দাম জ্যোৎস্নায়
একাকী আবেগে ভেসে দুঃসহ একাকার!
তবুও... মূক সে নদী...কথা বলেনা
কলকল বয়ে যায়... শুধু বয়ে যায়!







স্রোতের মত

ভাল লাগে হাঁটতে সকলের সাথে গা ভাসিয়ে
 স্রোতের মত,
এ যেন সিগারেটের সন্ধানে পাড়ার মোড় থেকে
ঘুরে আসা নয়,
ট্যুইশন ফেরৎ মেয়েকে আনতে
যাওয়া নয়,
টুকিটাকির খোঁজে ষ্টেশনারী...
নাহ ্ তাও... নয়!
এ এক অন্যরকম হাঁটা
চিন্তামুক্ত, বিচ্ছিন্ন দ্বীপের মত!
একবুক বাতাসে... মন খোলা আকাশে
নাম না জানা অচেনা ভীড়ে
স্রেফ হারিয়ে যাওয়া!







রঙ্গমঞ্চ

জীবন, অভ্যস্ত রঙ্গমঞ্চের
 বিস্তৃত অভিনয়,
যেখানে চেনা জানা আসবাবের
ঐকতান!
যৌবনের সাহচর্য্য...অভ্যাসের টান
সম্পর্কের চাহিদা...কালো অন্ধকার রাত
আর বরফ চাঁদের মিশেলে গড়া
 মরা নদীর স্রোত!
হেরে যাওয়া যন্ত্রনায় ব্যাকুল জীবন
দাঁড়িয়ে থাকে উপকূলবর্তী শহরে!
পাম গাছের সারি, পাহাড় ঘেরা
জলাভূমির মাঝে...
না শেখা সম্পর্ক হীন... ভালবাসার খোঁজে!