শুক্রবার, ২১ জুন, ২০১৯

অনিন্দিতা সেন


অনিন্দিতা সেন

বৃষ্টি কলি

বৃষ্টিকলি মেয়ে, অভিমানে মুখ লুকিয়ে চলেই গেলে শেষে!
ফুরিয়ে গেল ভাবনাগুলো বৃষ্টি ধোয়া আদর মাখা
ফেললে মেঘের প্রেমিকটাকে হেমন্তিকার দোটানায়!
আর কি কেউ পাবে খুঁজে ছিটে ফোঁটার আভাস কোথাও?
জল শুকোনো মেঘ ভেসে যায় মন কেমনের ইশারায়!
রোদ ওঠেনা, রোদ মাখেনা, এমন ধারা সময়!
মাঠের ধারে বৃষ্টিকলির শুকিয়ে যাওয়া রেখায়
চুমু দেয় প্রেমিক যে তার, পাতার শিরায় শিরায়!
ফোঁটা ফোঁটা শিশির কনার জমতে থাকা ভালবাসা
উড়ে যায়... শুধুই ওড়ে বালুকণার ধোঁয়াশায়,
বৃষ্টিকলি, আয় না কাছে আদর মাখি গায়ে,
কবিও যে মেঘ হয়ে যায়, তাল তমালী ছায়ে!
আয়না কাছে বৃষ্টিকলি, চোরাগলির খাঁজে!








বৃষ্টি নেশা

নৃত্য পরা বর্ষা মাতন
কার বিহনে কে- ই বা কখন!
সুখ-সুখ রূপ নেশার রঙে
বিভোর হই আয়!
ঠুনকো চালের ঝুমকো লতা
আঁজলা ভ'রে বৃষ্টি মাখে
মধুরেনুর গন্ধ মেশায়
জলপরীর পায়ে!
করবীর স্থলিত্ আবেগ
মাদক লেপে অঙ্গ ভরে
জল থৈ থৈ বুনো ঢংএ
বিরহের সিক্ত বেলায়!
সুখ-সুখ রূপ নেশার রঙে
মাতাল হই আয়!!








অকাল বৃষ্টি

হঠাৎ এক পশলা বৃষ্টি
পলকা খুশিতে ভাসিয়ে নিয়ে গেল
আচমকা!
কিশোরীর মত শিল কুড়োনোর
আনন্দ, উদ্দাম হাওয়ার মাতনে
ছুটতে ছুটতে ঠিক স্বপ্ন
ছুঁয়ে ফেলি!
মরা বিকেল আর শুকনো থাকেনা,
ভিজে সবুজ মাঠে, সাদা
স্বেদবিন্দুর মত ফুটে থাকা জলকনা,
নিয়ে আসে সংগীত মুখর সন্ধ্যা!
হা......হা.... করে হেসে বলে.....
এই তো আছি.... আজো......,
সার্থক এ মানবজীবন......!!