শুক্রবার, ২১ জুন, ২০১৯

তমালী বন্দ্যোপাধ্যায়


তমালী বন্দ্যোপাধ্যায়

ব্যথার শ্রাবণ

বৃষ্টিমুখর এমন শ্রাবণদিনে,
একলা বসে তোমার কথা
ভাবছি আনমনে।

মনের দ্বার দিয়েছিলেম খুলে।
পথহারা এক পথিক তুমি,
এলে পথের ভুলে।

তোমার কি আর আমায় পড়ে মনে,
বাদলবেলায় মেঘেরমেলায়
শ্রাবণ বরিষণে ?

আমার বীণার ছিঁড়েছে তার।
সুর হারানো তাল,
কেটেছে বারেবার।

নিদ্রাবিহীন বৃষ্টিভেজা রাতে,
সজল হাওয়া পরশ বুলায়-
অশ্রু বেদনাতে।

অবহেলে গেলে চলে,এমনি শ্রাবণদিনে।
হয়ত আবার দেখা হবে-
অন্য কোথাও,অন্য কোনখানে।।








বিষণ্ণ স্মৃতি

বৃষ্টির দুষ্টুমি আবছায়া জানলার কাঁচে --
গরম কফির কাপে আয়েসে চুমুক।
মনের গহনবনে আজ স্মৃতিরা জমুক।

শ্রাবণের বৃষ্টিধারা জলছবি আঁকে--
বিজন শূন্যপানে তাই চেয়ে থাকি,
স্মৃতিগুলো আজ বড় বিষণ্ণ একাকী ।

কিছুতেই কোন কাজে মন নেই আজ--
ভাবনারা বয়ে আনে বিস্মৃত বেদনা।
তার কিছু চেনা,কিছু বা অচেনা।।







মনখারাপের বৃষ্টি

সকাল থেকেই বৃষ্টিধারায়,আকাশ গেলো টুটি।
ছোট্ট ছেলে বললো মাকে--"আজকে  তোমার ছুটি ? "

না'রে সোনা,অফিসেতে হয়না রেনিডে।
যেতেই হবে,মিটিং আছে - ঠিক সাড়ে তিনটে।

এই'না বলে আদর করে,মা দিয়েছে হাঁটা।
চোখ ছলছল,বললো ছেলে--মা,টাটা টাটা।।