বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

পিয়ালী বসু



পিয়ালী বসু

কথন সিরিজ
-----------------

কথন (১)
-------
কবিতা'র অনুভুতি কে গর্ভে ধারণ করলে 'নপুংসক' হতে হয়
'কবি'দের কোন জেন্ডার থাকে না ... থাকে 'যৌন' গন্ধমাখা কবিতার




কথন (২)
--------
এখন চেতনার 'চিতা' জ্বালাবার সময়
নিষিদ্ধ বটের নীচে ... নিরালম্ব বায়ুভুক অন্ধকারে ... স্মৃতিলুপ্ত বিষুবরেখায়




কথন(৩)
------
সঙ্গমের আগে
দেওয়াল থেকে 'ঈশ্বর' কে সরানোর প্রয়োজন নেই
'মেধা' মানুষকে ততটাই সাহসী করে , ...যতটা বর্ণমালায় আবদ্ধ রাখা সম্ভব




কথন (৪)
------
আমি নির্মাণে বিশ্বাস করি না
বিশ্বাস করি ... একমাত্র বীতশোক অন্ধকারেই শূন্যের বাষ্পমোচন সম্ভব




কথন (৫)
------
আমি কোন নির্দিষ্ট পতাকায় বিশ্বাস করি না
বিশ্বাস করি

মগজে কারফিউ নিয়ে ঘুরে বেড়ানো 'কবি'দের কোন অর্গানাইজেশন থাকে না