বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

দেবজিৎ



দেবজিৎ
অনুভূতি

)
পথে হেঁটে গেলে একটা অবয়ব তৈরী হয়,
যেভাবে বাতিস্তম্ভ হয়ে রাস্তা হেঁটে যায়।
গোধূলি আঁকা শহর তার কেন্দ্রবিন্দু
নিয়ে এঁকে নেয় বৃত্ত, তখন অবয়বের রাস্তা
হেঁটে চলে উপত্যাকার দিকে
.
তুমি তখন খুব শান্তই ছিলে



)
ছেলেটি পড়েছিল, ঘড়ি সঠিক সময় দেখায়...
.
শেষে বুঝতে পেল দম ফুরিয়ে যাওয়ার পর ঘড়িতে সময় থমকে ছিল...
মাঝের একটা সময় x সময় অতিক্রান্ত করতে হয়েছিল জীবনের
.
বাকিটা একটা সম্পর্ক, সময়ের সাথে দমের, সমানুপাতিক এবং ব্যাস্তানুপাতিক।



)
লোকটা ফকির হয়ে যাওয়ার পর
পাখিগুলি দেখতে পেল
যে পাখিগুলি ফকিরের সাথে ছিল,
সে তো আল পথ ধরে হেটে গেছে,
রাজপথ বরাবর,
যেখানে লোকটা ছিল।



)
রাতটা হারিয়ে গেছে কুয়াশায়
যারা ঘাস বুকে জড়িয়ে শুয়েছিল,
তাঁরা বন্য

উনি ঈশ্বরের আসন ছাড়েননি...



)
যখনই বাড়ে সম্পর্কেরে গভীরতা
ঠিক তখনই হয় ছন্দ পতন,
ঠিক যেন পূর্ণিমার চাঁদ
পূর্ণরূপে প্রকাশিত কলঙ্ক।