বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

তৈমুর খান



তৈমুর খান

কল্পনা
________
দূরের পাহাড়ের কাছে
উড়ে যায় আমার নিঃস্ব প্রজাপতি
আজ সে ভিখিরি নয়
অভিমান নেই তার
আজ সে নরম নিগূঢ় পর্যটক





দূরদর্শী
          _______
পরজন্মে আমাদের ঘরবাড়ি হবে
বাড়ির উঠোনে বাগান
বিকেলের রোমাঞ্চ আলোয়
তুমি দরজায় দাঁড়াবে
আমি ফিরে আসব
বেল্ বাজবে আমাদের স্বপ্নের সাইকেলে





অকৃতজ্ঞতা
        ____________
অকৃতজ্ঞতা ময়লা হয়ে শরীরে লেপ্টে আছে
যতই সাবান দিই , স্নান করি
আর গেয়ে উঠি পরিশুদ্ধ গান
অকৃতজ্ঞতা দেখা দেয় না
অথচ বুঝতে পারি তার আগমন ।
কিছুতেই ঘুমোতে পারি না
সে এসে বিশ্বাস ভেঙে
কলঙ্কিত করে যায় চরিত্র আমার !





বিশ্বাস
   ______
আমরা বিশ্বাস পুষে রাখি
বিশ্বাস এসে আলো জ্বালে
আলোকিত ঘরে
আমাদের শিশুরা চাঁদ দ্যাখে ।
চাঁদ কি টিক দিয়ে যায় তাদের কপালে ?

দুধ নেই । দুধ খাওয়ার বাটি নেই
তবুও বিশ্বাস আছে আমাদের ।





হাত
         _______
অনেক অনেক হাত
হাতে হাতে বন্ধুত্বের স্পর্শ ফিরে আসে
কিন্তু নির্ভরতা আসে কি কখনো  ?

রোজ সন্ধেবেলা গলাদড়ি ঝুলতে থাকা
গাছটির পানে তাকাতে পারি না
বউটি একাকী যেন শূন্যে ঝুলে আছে
গোধূলি রঙের শাড়ি তার লুটিয়ে পড়েছে
মাটিতে
একটিও হাত তার দিকে কেউ বাড়িয়ে দেয়নি কোনোদিন....