শনিবার, ২১ মার্চ, ২০২০

অরুণ কুমার সরকার


অরুণ কুমার সরকার

প্রেমিক হতে গেলে

প্রকৃতি পর্যবেক্ষণে একটা যান্ত্রিকতা আছে
হাওয়ার গতিবেগ বুঝে নিতে কেউ কেউ
নটিকাল মাইল মাপে
কেউ আবার ও পথ মাড়ায় না
বাতাস কতটা আঁচল ওড়াল তা থেকেই
বুঝে যায় সবকিছু
মেঘের চরিত্র বুঝতেও প্রেমিক হতে হয়
সব মেঘে তো আর প্রেম থাকে না
ব্যাঙাবেগ এসে গেলে
মেঘেরা আত্মসমর্পণে যায়...







যে কথা বলিনি কখনও

যে কথা বলিনি কখনও
যে কথা বলা হয়নি তোমায়
অথচ, সে কথা ভেবে ভেবে আজ ইভ-আদম
চৌপ্রহর সীমা ছাড়িয়ে যেটুকু উদ্বৃত্ত সময়
সেখানেও ইচ্ছের জারিজুরি চুইয়ে
কী সব এলোমেলো বাতাস
রেটিনা কখনও মীরজাফর হয়নি
স্বচ্ছ কাচের মতো
সে তো ক্যানভাসে ফোটায় অবয়ব
নির্ঘুম দু'চোখ ছানে শুধু আলট্রাসনিক বেশে
নক্ষত্রের তাপমাত্রা মেপে
তোমার উঠোন দিয়েছি ফুঁড়ে
অথচ, বলা হয়নি সে কথা
যে কথা বলিনি কখনও....







ভাঙা

তুমি তো ভাঙছো, ভাঙছো পলে পলে
প্রতিদিন প্রতি নিশ্বাসে অণু পরমাণুর মতো
মেঝেতে ছিটকে পড়া কাচের গ্লাসের মতো
টুকরো টুকরো হয়ে
প্রতি কোষে কোষে ভেঙে
আদতে কী হচ্ছো, কে জানে
তবুও পথিকের মতো ভাঙা পথ
সিঁড়িভাঙা অংকের মতো ভেঙে ভেঙে
চাঁদও পাড়ি দেয় অনন্ত আকাশ
তাতে কি হয়? কেবল সংকট অস্তিত্বে...
নদীও তো ভাঙে
ভেঙে সে বড় হয়
প্রশস্ত হয় বুক, বাড়ে তার কৌলীন্য
তুমি ভাঙবেই যদি
ভাঙ তবে নদীর মতো....