শনিবার, ২১ মার্চ, ২০২০

জারা সোমা


জারা সোমা

দ্বিচারিতা

প্রেম পরিত্যক্ত হলে ঘুলঘুলি থেকে
টেনে নামাই পায়রার বাসা
  ডিম গুলো ছুঁলেই মনে পড়ে
  প্রতারিত মুখ, সময় নিয়ে খুবলে দিই অন্তর

প্রেম পরিত্যক্ত হলে পথে ওড়ে সাদা খই
কান্না উড়ে যায় বাতাসে
কুড়োতে থাকি খুচরো পয়সা

পরিত্যক্ত কবিতার শব্দ ও শব
   ব্যভিচারী ব্যঞ্জনার মুখোশ খুলে
দাঁড় করাই বইমেলার মঞ্চে......






আক্ষেপ

বলতে পারিনা কিছুই
কেবল শব্দহীনভাবে পরস্পর
পেরিয়ে যাই সাঁকো
এতবছরের অভ্যাসে

বিছানা বালিশে আজও
তোমার শরীরের গন্ধ
কখনও আবার গ্যারেজের আলো
ঠিকরে দেয় চোখ
ছড়িয়ে ছিটিয়ে অবহেলার দাম্পত্য
স্মৃতি যে এতটা অন্তরঙ্গ!

ডোরবেল বাজলেই ছুঁড়ে দিই অভিমান
যেন এখনই তোমার আসার কথাছিল
মৃদু হেসে আলতো ছুঁয়ে দেবে
তুষের আগুন ,সত্ত্বা জুড়ে
সোহাগী আতরের গন্ধে
ম ম করবে ঘরের বাতাস
স্মৃতি সততই ভয়ানক!

তুমি আসবে না জেনেও
গুছিয়ে রাখি চটিজোড়া
বুঝি সেভাবে ভাবো না ঠিক
যেভাবে আমি,
তবুও বারান্দায় আসি আনমনে
খোলা আকাশের দিকে তাকিয়ে
বলে উঠি ঘৃণা করি নিজেকে
চরম ঘৃণা না করতে পারার আক্ষেপে.....







জয়-পরাজয়

কিছু নেই কোথাও তবুও
জলের বিন্দুর কাছে সমর্পন
বন্দরে জ্বলে-নেভে বাতি
আনমনে ঢেউ ছুঁয়ে দেয় স্তন
শিহরণে জেগে ওঠে শহর
আরক্ত প্রেমিকার মতো

আগুন ঝরা দুপুরে দুবাহু
উন্মুক্ত করে ঔদ্ধত্যে
নরম মাটির বুকে
গেঁথে দিই কৃপাণ ,ঝরে পড়ে
পাতায় মর্মর ব্যথা
ঠোঁট কাঁপে দুরন্ত থাবায়

দাঁত-নখের প্রহারে লুকিয়ে
অপরিসীম তৃপ্তি ,
খন্ড খন্ড যুদ্ধে জয় -পরাজয়