শনিবার, ২১ মার্চ, ২০২০

মৈত্রেয়ী ঘোষ


মৈত্রেয়ী ঘোষ

আকৃষ্ট

তারার মঙ্গলবস্ত্র গায়ে
আকাশটা কি সুন্দর সেজেছে দ্যাখো,
যেন নববধূর সোহাগ সাজ!
শীতের শুরুতে যখন হৈমন্তিক রেশ
একটু একটু করে সুতো গোটাতে থাকে
প্রকৃতির সবখানে তখন বৈরাগ্যের ছোঁয়া
শুধু অম্বর জুড়ে চলে সীমাহীন ব্যস্ততা
বর্ষা শেষে নক্ষত্র খচিত নীলাম্বর
আরও উজ্জ্বল হয়ে ওঠে--
শিশিরে ঢাকা ধূসর প্রকৃতির পটভূমিকায়।
এ যেন বর্ণহীন সাদা থানের‌ গায়ে
রঙিন ফুল বসানো পাড়!
প্রকৃতিও বোঝেন, আকৃষ্ট করতে হলে
দুই বিপরীত মেরুর সহাবস্থান
ভীষন ভাবে জরুরি।
                  





শোক যন্ত্রণা

আটকে তো রাখিনি কোনোকালে,
অধিকারী চর্যাপদে জানাইনি
আপনার কথা,
সদর দরজায় ছিলোনা তো
আগল,
তবু কেন জানি চোখের পাতা
ভারী বোধ হয়
বুকের খাঁচাখানি ফাঁকা করে দিয়ে
উড়ে গেছে সে অবাধ্য হৃদয়,
হয়তো হৃদয়ের খুব কাছে
হৃদয়েরা এলে
এভাবেই সৃষ্টি হয় শত শত
শোক যন্ত্রণার।







সরিয়ে নিয়েছি

মাঝে মাঝে মনে হয়
কথার উপরে কথা, তার উপরে কথা--
এইভাবেই তৈরি করি মস্ত একটা প্রাচীর
সেই প্রাচীরের কিনার ঘেঁসে
দাঁড়িয়ে থাকবে তুমি আর আহ্লাদী প্রশ্ন নিয়ে
ভুলিয়ে রাখবো তোমায়,
হঠাৎ চমকে উঠে দেখি কথার উচ্চতায়
ঢাকা পড়ে গেছি, চেষ্টা করেও
পৌছুঁতে পারছিনা তোমার মনঘরে,
আজকাল আর কথাই বলিনা
বহুদিন খোঁজ নিই না রাত্রিময় ভালোবাসার
একসাথে হাঁটি না সরল রৈখিক পথে
হারিয়েছি গুচ্ছ গুচ্ছ কথার স্তবক,
কোনো বাক্যালংকার‌ই ভালো লাগে না আর,
 মনে পড়ে বাবা বলতেন--
"দেওয়াল না সরাতে পারলে
নিজেকেই সরাও"!!