রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

মন্দিরা ঘোষ



মন্দিরা ঘোষ

জেগে ওঠার জাদুকাঠি

১.
চল আরোএকটু বিশ্বস্ত  হয়ে উঠি
সদ্য সকালের চোখে
বাড়িফেরৎ ক্ষত গুলো খুঁজে দেখি
আজও কোন নতুন চিহ্ন এঁকেছে কি
লোভের ছুরিটি  পকেটের ভেতর 
খোঁজগুলিতে ওৎ পেতে আছে পাপ
ধর্ম নেই বিচার নেই বোধের অতীত
কোন জান্তব সময়




২.
কোমল নরম সব ইচ্ছেকুসুম
একটু একটু করে খুলছে পাতা
সকালের ঝিকমিকে রোদে
ফুরফুরে প্রজাপতি সব
রঙ ঢালছে  গাছে পাতায়
সবুজ ভোরের আলো মেখে
স্বপনবুড়োর গা ছুঁয়ে ছুঁয়ে
জাদুর মত সোনালি সব জড়ানো স্নেহ
ছুটছে হাসছে  ভালোলাগা রূপকথায়
সোনারকাঠির ছোঁয়ায় জেগে উঠেছে
ঝমঝম ঝুমঝুম অচিনপুরী




৩.
এসো  আদুরে তুলতুলে পুতুল খেলি
লাল নীল প্রজাপতির ডানা ছিঁড়ে ছিঁড়ে
এসো মহোৎসব  করি
আস্তিন  থেকে বিষাক্ত বাঘনখ বের করে
লণ্ডভণ্ড  করি কুঁড়িজীবন
এই তো বেশ নিষিদ্ধ আনন্দের ফুলঝুরি
জমে ওঠা বিষে মাখামাখি তুবড়ির আগুন
ঢেলে দিই  অপুষ্ট  কুসুমদলে
বাঁচাগুলি মৃত্যুতে মিশে গেলে হাত ঝেড়ে
পালটে ফেলি পোষাক





৪.

লাল রক্তের মত কোন অশুভ সূর্য রঙ বুঝি
তাই চুপ থাকে চুপকথার দল
ঝলসে যায় অচেনা যন্ত্রণামুখ
দগদগে ঘা থেকে রক্ত ঝরুক বরং
চুপচাপ কোন বৃক্ষতল খুঁজে দেখি
নাকি বিষবৃক্ষ সব অন্দরে কন্দরে 
অচিনপুর জাগে না আর জাদুকাঠিতে
যন্ত্রণার ধানক্ষেতে
বিষণ্ণতায় নুয়ে পরে কুসুমদল





৫.
এসো বরং জলকাদা মাড়িয়ে
ঘাসজমির কাছে একটু  নীচু হয়ে নামি
সরল ডালপালাগুলি ছুঁয়ে থাকি বন্ধুর মত
দিন বদলের আগে চিনিয়ে দিই সব রঙ
আজ সব কুসুমকলির দিনবদল
মনবদল রংবদল
বুঝে নাও আজ বিষাক্ত অভিসন্ধির কানাগলি
ভালো মন্দ স্পর্শগুলিতে পরখ রাখো
জেনে নাও ভয়ের আর লজ্জার বিষপাতা 
ছুঁড়ে দিতে হয় লোভের লালায়....