বুধবার, ২১ আগস্ট, ২০১৯

শর্মিলা ঘোষ


শর্মিলা ঘোষ

ঋতুজ যৌনতা

দুধে আলতা রঙের পা দুখানি বেয়ে
নেমে আসছে ভাদ্রের ঋতুজ যৌনতা,
চুলের হাইলাইট করা রঙিন আন্দোলন
বিষের ব্যথার মতো বুকে জ্বালা ধরায়,
রক্ত চলকে বুক থেকে মুখে আসে,
পান পাতার মতো মুখশ্রী বেদনা কাতর হয়,
বিরহের কি যৌনতা থাকে!
উত্তরটা দিতে পারে সময়,
নারী পুরুষ দুটি শরীর মাদলে মাতে, সঙ্গম, বিষাদ,
আত্মজ কষ্ট সমান্তরালে এলে যৌনতা পুড়ে ছাই হয়,
বেঁচে থাকে প্রেম আর বিশ্বাসের মজবুত সম্পর্ক।







হলুদ প্রজাপতি

একথালা পান্তা ভাত সোজা পেটে চালান দেবার পর নেমে আসে অতৃপ্ত বাসনা,
সমগ্র শরীর জুড়ে যৌনতা উপভোগ করে পাশ ফিরে শোয়া দেহ,
দিনের ক্লান্তি আর পেটের ক্ষুধার পর শরীরের খিদে চাঁদের সাথে ফুটে ওঠে আকাশের বুকে,
রক্ত মাংস যাপন বিধাতার নিয়মে হলুদ প্রজাপতি ফোটায় শরীরের খাঁজে।







সঙ্গমকাতর

শরীর ফুলের মতো ফুটে থাকে সাদা বিছানা জুড়ে,
রক্তকরবীর কষ গড়িয়ে নামছে স্তন বেয়ে,
সঙ্গমকাতর দেহ ক্রমশ ফেরেস্তাদের মধ্যে বিলীন হবার বাসনা থেকে যায়,
একাকী রাত জেগে থাকে একটা ধূমকেতু ছুটে আসার অপেক্ষায়,
নীল সাদা ছায়াপথ নারী শরীরের মতো দুর্বোধ্য আবেশ রচনা করে,
ইরানি আতরের গন্ধ ভেজা চুম্বন ফেলে দিয়ে আসি পরবাসে,
শোষণ বঞ্চনার সমাজে যৌনতা যাপনও অঙ্ক ,ইতিহাস ও সাহিত্যের শিল্প রচনা করে।