শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

সঞ্জয় সোম


সঞ্জয় সোম

ঘর

নদীরা আসে ফিরে ফিরে যায়
আমি নদীর কথা ভেবে ঘর বাঁধি

বাতাসের কথা কানে লাগে
হাত দিয়ে চেপে রাখি কান

বাতাসের কথা নদীকে বলি
নদীর কথা বাতাসকে

আমাদের হাত ধরেছে আমাদের নদী







সাপের বাসা

পুরনো হলেও গলিপথ ভালো লাগে

জল জঙ্গল নেই নেই কোলাহল
সাপের বাসা নেই

তোমার প্রতীক্ষায় গলির মুখে

যেহেতু জঙ্গল সাপ মরণফাঁদ নেই
সুতরাং আমরা নিশ্চিত
তোমার আসার পথে কোনও
                            বাধা নেই







খাঁচা

তোমাকে অবাক চোখে দেখছি

দিনে দিনে চোখ খেয়েছো নিজের

তুমি তো রাস্তার কথা বলতে
রাস্তা ছেড়ে ঘরে ফিরলে কেন?

তোমার কথা ও কাজ আমরা দেখেছি
সামান্য করুণা পেতে
কত নীচে তুমি নেমেছো

তোমার পছন্দ খাঁচা আমার আকাশ

তোমার পছন্দ জলের অনুকূল স্রোত
আমার পছন্দ জলের গভীরতা

তোমার সঙ্গে দেখা হবে না
তুমি আমাদের খুঁজো সমূহ
                  পাথুরে রাস্তায়







পুঁজি

আমাদের জীবনের সমস্ত পুঁজি
নতুন করে মিলিয়ে নিচ্ছি

তোমার জন্য আমরা হাজারবার
                               মিথ্যে বলবো

তোমাকে সব সময় ভালো দেখতে চাই
বসতে বলবে না হাঁটু মুড়ে

যাপন লিখি শিরদাঁড়া থেকে শব্দ নিয়ে
স্পষ্ট করলাম নিজের স্পষ্ট কথা

বাবার কাছে শেখা বীজমন্ত্র
ছাড়তে বলবে না তুমি








শিউলি

আমাদের বাগানে দাঁড়িয়ে বুঝলাম
শিউলি আমাদের অদ্বিতীয় ফুল

শুভ্রতার প্রকাশ এবং মাটির টানে
                 মাটিতে লুটিয়ে পড়া

কে শেখায় আমাদের??

আমি স্ত্রী ফুল পুরুষ ফুল
আলাদা চোখে দেখি না

ফুলত্ব স্পষ্ট হয়ে ফুটে উঠলে
আমাদের প্রিয় পুরুষরা নারী হয়ে ওঠে

আমাদের শিউলির কাছে শুভ্রতা শিখছি
আমাদের নগরকীর্তনে উচ্চারিত হোক
আমাদের শিউলির শুভ্রতা
এবং অবশ্যই স্বদেশ মাটির আকর্ষণ