বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

সুকান্ত মজুমদার


সুকান্ত মজুমদার

তোমার শিশিরে   
                                
মন গহীনে ইচ্ছে আকাশে
ওদের সব্বার ভালো থাকার কথা
তোমার দৈবিক অহংকারে
আজ মিথ্যা।
তাইতো ভক্তি শব্দের আদলে
প্রতি প্রত্যুষে যা পায়ের নীচে
নীতি সার ঘাসেদের ডগায় যে শিশির -
প্রেম নয়!
শুধু ভয়, প্রায়শই ভয়।








আগমনী

তুমি তুমুল রঙ্গে
রঙ মশালে আলো উৎসারী,
যে আলো আমার বৈভবকে দৃঢ় করে
তবে তোমায় ম্লানতা দিচ্ছে
ওরা যারা ছড়ার মতোন
ছড়িয়ে আছে সবপ্রান্তে
এক স্ববিশেষ জনজাতি, গরীব!
তোমার আগমনী বাণী
সুখের বানিজ্যে পালতোলা মাস্তুল
ওদের রাতকানা চোখে
স্বপ্নেরা ভয়ে আসেনা
তুমি কিন্ত আসো।
তবুও তাতে যায় আসেনা
কেননা তোমায় ওরা বোঝেনা।








কাশ ক্লান্তির দুপুর

সারাটা রাত শীতল রক্তে
বেশকিছু অবসাদ বয়ে গিয়েছে
সকাল বেলাটা ছিল
প্রত্যক্ষ সংঘর্ষের কুরুক্ষেত্র,
যোদ্ধারা এখানে রথে বা পদাতিক নয়
তোমার অভয়ে সুচারু কক্ষে সাংঘাতিক।
অধিকারের পদক্ষেপগুলি
করুনার বৃষ্টি জলে স্মরণ গোস্পদ
পরিশ্রান্ত জীবন একাকীত্ব নদীটির
দুপাশ দিয়ে শারদীয়ার নর আর নারী
সব সম্পর্কের অবসান আহ্বানে
কাশফুল ঝরিয়ে যায় নির্বাচিত দুপুর
অতঃপর এভাবেই দীগন্তে মিশেযায়।
একমুখী নদীটি আগামী বর্ষার
বিনোদনে দেহে মনহীন দেহ আঁকে
সারারাত নিভৃতে বালুচর কাদাহীন
সাদা হয় নিজ সুখে।








শিউলি তলা

মাথায় ঘোমটা দিয়ে থাকা
এক বৌ যার স্বনামধন্য সংসার
উঠানের পূব কোণে শিউলি তলায়
একদিন শুয়েছিল ঠিক শুয়ে থাকারি মত
মল্লিক বাড়ির বৌ,  নামটিও মল্লিকাই -
চারিদিকে তখন সাজ সাজ রব
মহালয়া পেরিয়েছে,  সুগন্ধি সুখ
দূর্গন্ধ নিয়ে বাতাস ভরাচ্ছে
তাঁর হাতে নতুন শাখা উঠেছে
কাছের মন্ডপের সব ভোগ যে হাতে
হবার কথা ছিল তা হয়নি
তুমি আছো বলেই হয়ত,
কাচা মনে প্রশ্ন লেপটে গিয়েছিল
শিউলি তলায় 'মল্লিকা' শুয়েকেন?
আর সে ভোগ রান্নার
সাহস কে দেখাবে?
পরে বুঝেছি তুমি আনন্দের পরিভাষা
তাদেরি বন্দিত ও আরাধ্যা একরোখা। 








নিনাদিত সুখ

কিছু মনে করা সীমিত সন্ধ্যা
জ্বর জ্বর চোখে ভাষাভরা দাসত্ব
ভালো থাকার মন্ত্র শেখায়
জর্জরিত আস্থায় স্রষ্টা আর সৃষ্টি
এই গোলমেলে আবর্তে,
তবু পারা যেত যদি অসুর বিনাশী
উৎসবে উৎসাহী অসুরদের
শক্তি প্রদর্শিত না হতো।
সব যেন পূজার মোড়কে ঘৃণিত অর্ঘ্য
যে জীবন সত্যি শান্তি বর্জিত
যে জীবনে সত্যি বঞ্চিত
রূপকার আমাদেরি অমানবিক অসুর
আত্মহত্যায় প্ররোচিত আমরা
আমাদেরি সম্পদ ও সুখ
এ শারদীয়া নিনাদ নিছকি তাদেরি
খ্যাতনামা প্রাচীন অহংকার