রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

নাসির ওয়াদেন


নাসির ওয়াদেন

আগমনী

চাহিদা নিত্য আঘাত করে অভাবীপেটে
বুক থেকে ঝরে পড়ে আগমনী গান
হতাশা বাড়ে, শ্রমের তীব্র সংকটে
পোড়া বাঁশি বাজে,হাসে জীবন্ত শ্মশান

রাত ভাঙে কোলাহলে, ভোরের শিশির
সারারাত খুঁজে ফেরে জোনাকির আলো
পদ্ম ফোটে নারীনাভি, নভোরজনীর নীর
অপমান অগ্নিশিখা স্মৃতি জননী ভুলালো,,,,

সমাপ্তি রাত্রির, ভোরের কুয়াশা সংরক্ত চাদর
বিছিয়ে ফেরে আচরণে,সংরাগে উদ্বিগ্ন প্রহর ।
                   






পরপার

ভরসার নিমজলে নিরাশা নির্বিকার তরি
উছলিত জোয়ারেরা পাড় ভাঙা পরি
নিশুতি রাত,বুকে ভরাজোছনা আলোক
ভোরের বাতাস ,আলোর ফোয়ারা অলোক

উমা কাঁদে রাত্রি, এল ওই নিশিভোর
বিসর্জনের বাজে ঢাক , তীব্র কাঁসর

দিনান্তে পাপক্ষয়, সুনিপুণ হাতের বাঁশরি
অভাবীদিনগুলো অবিশ্বাসী হৃদয়ে এসে
খুঁজে পারকড়ি,,,,

পদ্মপাতার বিন্দুপ্রেমজল, বৃহৎ সলিলস্রোত
ইচ্ছেপুতুল,খেলাঘর ভাঙে,পরপার অনিশ্চিত,,,







বদল

নিজেকে বদলাতে গিয়ে আমূল বদলেছে লোভ
হিংস্ররোদ, মগজে সীমাহীন দুর্নীতি
আসলে কেউ বদলায়নি, নিজে নিজের মতো
বদলে গেছে,বাড়িঘর, কাঁচাস্বভাব ,লিপ্সারোদ,

প্রিয়জন দূরে গেলে মন বদলে যায়, রাত জেগে
সূর্য আলো মেলে ধরে, বাড়ে সহানুভূতিডানা
কখনও বদলে যায় না স্বভাবের দাঁড়কাক
তথাপিও নিজেকে চেনে না মানুষ,এতটাই পাপী
কতখানি সুন্দর আলো কুৎসিত পথ মাড়িয়ে,
আলো-আঁধারির খেলা,,,, নিমেষে চৈতন্য জাগে,

আর ভাঙতে পারছি না নিজেকে,বদলানো মতবাদ
বদল তো হয় গাছে,ফলে, বীজে,বীজের কুমতলব।
                                   







নস্টালজিকতা

আঁকি আর মুছি বারবার বালিকামূর্তি সৈকতে
চেনাদিনগুলো অচেনা মাদলে ছুঁয়েছে নবীন হাত
মহুলমদিরনেশা তীব্র ভালবাসা তানপুরা রাগ
মুহূর্তে গেয়ে উঠে সুপ্রাচীন বট,বাউল সম্রাট

হাতে খড়ি, ফেসবুকে রমিত সুখ,বালিয়াড়ি বুক
জোৎস্নাপোড়া বাতাস, কটু গন্ধে ভাসে কচিবন
সবুজ ঘাসের ঘ্রাণ,ফড়িংয়ের ঝিঁঝিঁ ডাক,নৈশ হায়না
স্তনের ভারে ঝোলা পৃথিবী ক্লান্ত,দুরন্ত মনপবন,

জেগে আছে রাত,শব্দস্রোত বহে যৌনসাগরে, কবে
আবেগী যুবতী রত্নাবলী হবে ফেনাজলে, সগৌরবে






              
নৈঃশব্দও কথা বলে

মাঝে মাঝে কান বাতাসের ফিস্ ফিস্ শোনে
বাঁশঝাড় ঝড় এলে কাঁদে ক্যাচ,ক্যাচ,আবেগে,,,
ডানাছাঁটা পাখি ওড়ে না আকাশে, উত্তাপ
ফড়ফড়ানি ধ্বনি তোলে নীরব কান্নার---

নৈঃশব্দ নীরবতা ভাঙে জলতরঙ্গ সৈকতে
ছলাৎ,ছলাৎ ঢেউ পাড় জুড়ে হাসি
তড়িৎ ফুঁসে ওঠে ক্ষেপা বুনোমোষ ,কালমেঘ,
পাকা ধানেরশিষ ঘষটানো শন্ শন্ নূপুরের পা

জেগে পড়ে রাত,অন্ধকার পাতার আড়ালে
ঝমঝম বৃষ্টিধারা মরসুমি বিলাসিতা মুগ্ধ নয়নে

ঝড়োকাক মনছোঁয়া এক অপার্থিব চিন্তার
মগডালে ধারাবাহিকতার বেহাগ সাধন ,,,
নৈঃশব্দ নিরাশ করে না, ভঙ্গিল রাত্রির মতো
নৈঃশব্দও কথা বলে, কথা বলে অক্ষত,অবিরত