সোমবার, ২১ আগস্ট, ২০১৭

অরুণকুমার দাস



অরুণকুমার দাস

ভে না স  ব বর্গী য়
---------------------------

#১৬

জাহাজের পাটাতন থেকে আর একটা জাহাজ
উড়ে আসে পাখির মতন। মাস্তুলে বসে।
সাগর প্রথম এই দৃশ্যের ওয়ালেটে কবিতা ছেপেছিল।
তারপর ভুলেগেছে সব।

আমি সেই সব দৃশ্যকবিতা চুরি করেছি
তোমাদের জন্য।

#১৭

ঘোড়াটানা সকালে বৃষ্টি ফুটেছে
ফুটপাথের দোকান গুলোয় জামিনযোগ্য হাওয়া
রাস্তা বিয়োয় ট্রামদৃশ্য নেতাজীমূর্তি

খানিক বিরতি পারকরে স্ট্রিট ল্যাম্প হাইমেন ছেড়ে
জবার ডালে চুমুর সংলাপ
দুষ্টু শ্রাবণ জলের দেশ       তাকাও

আমার জন্য একদল কবিতা
একদল যোবচার্নক

ভাঙা ভাঙা অক্ষরের বাসরাস্তা        দেখানো আঙুল
দিল্লী চলো---

#১৮

বইভাষা অক্ষর তান্ত্রিক
কতিপয় মলম শিককাবাব,রংকরা চিৎকার
মাপাকথা ঔরসে
ব্যস্ততা লুকিয়ে মেয়েদের ক্রিম
দীর্ঘ দিঘীটির বুক ছোঁয়

অর্ধেক প্রেমালাপ পিরিচের উষ্ণতায়
ট্রামজনতা চাকানির্ভর ছোটে
বারান্দা শুয়ে শুয়ে শোয়      ধর্মতলা চলো

দেয়াল পত্রিকা।

আমি বিবাহ পোহাব বলে একরাতে সর্লকহোমস
সাতপাকে ঘোলাটে বারুদ মাখানো ছিলো

#১৯

ঘুরে ঘুরে জ্বর আসে উপত্যকা ভাসায়
ফাস্ট লুক দেবতার বাঁকলে
চারকোল সংসার

অদৃষ্টবাদী

যাপনের মুখ রুপজিবিরা তাকায়
লেন্সবন্দি চোখ            মখমল পুজোপাঠ

এইনাও হাওয়া দেয়া ঘড়ি
নেলপলিস            চুপি চুপি ট্রামকার্ড
হরমোন বালিকা বয়স         চাবি চাবি খেলা
উপার্জন সকাল কাজুদের বয়ফ্রেন্ড
অনলাইন প্রেসক্রিপশন

#২০

বড্ড একতরফা দিন
ফলবতি গাছটি
বোঝা বোঝা বাৎসায়ন চাপিয়ে
লাল নীল ছায়ার শেড
গুচ্ছের কাক আর তার সন্ততিরা
আমড়াগাছি
বিবর্তনের ঘোড়াটি ডানা পেতেই
সাঁকো দুলছে গর্ভবতি মাছের মতন

বিতর্কিত আয়নাটা কাচের নয়
তবুও মুখ দেখব বলে দুবেলা দাঁড়াই সম্মুখে

#২১

অপেক্ষা বিয়োতে বিয়োতে একদল মাণূষ ণক্ষত্রের গায়ে বলিরেখা খুঁজে পায়। তারা উষ্ণতা অনুভব করে
প্রাত্যহিক পোতাশ্রয়ে যতগুলো জাহাজ ছিলো দীর্ঘায়িত
স্বপ্নের মতন,ঘড়ির চুম্বক ক্ষেত্রকে পরমাত্মার গল্পে
ব্যবহার করি

ধর আমার জন্মজনিত অক্ষরেরা প্রতিকূল জানালায় সাঁতার শেখে
আমি তাদের মৃত্যুবাণগুলো ছেপে দিলাম
পথের মতন বন্ধুত্বের কাছে
আর একটিও শরীর নেই গ্রীষ্মের জন্য গ্রহানুদের জিম্মায়
ঔদ্ধত্যের পাশটিতে চুপচাপ সাঁকো একলা
তাকে দেয়ালঘড়ির গুনাগুন শেখাতে চাইলে
সে হটাৎ ডুকরে ওঠে আর ভেঙে যায়

দ্রুতপতনের এই দৃশ্যকে ক্যানভাস করে
আজ রাত তোমার অতৃপ্তি ডেকে আনে,দেখ
ক্ষমার ভঙ্গি টুকু তোমার দিকে ঝুকে আছে

#২২

দ্যাখানো জড়তায় চাঁদ
স্নানদৃশ্যের ফ্রেমে একজোড়া অক্ষর
বিভিন্ন মাধ্যমে মেঘ খুঁজি উভচর ঘোড়াদের সাথে
কে প্রথম নগ্নতায় নেমেছে ক্যমেরার মতন
শীতের আস্ফালন উপেক্ষা হল

জলছবির বাইরে বেরিয়ে আছে দুইজোড়া নগ্ন পা
আর অনেকগুলো কাশফুল
পারিপার্শিক অনর্গল বুকে বুকে ঢেউ, দ্রুত
জাহাজে ফিরি

ফিরে দেখি শ্রাবণের জল ঢুকে মেঘের বাড়ি ভাসাচ্ছে

#২৩

আয়নার অপভ্রংশটুকু তাকিয়ে
জানালার সত্তার কাছে আমার জীবন পঞ্জি
ঠিক তুমি নও
কাকতালিয় বৃষ্টিটা এলো
প্রচ্ছদে পরজয়ের নত মস্তক
আর একটা দিন চন্দ্রবিন্দু পার

তৃতীয় গোলার্ধের জন্য