বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

জয়দীপ চক্রবর্তী



জয়দীপ চক্রবর্তী
*যে শব্দ স্রোতেও নিরুত্তাপ ১২১

*
সে সম্পর্কের বুক চিড়ে শব্দও নীরব।সেই ভাসমান ঝরে যেতে
বিষাদের চাকা ও ইচ্ছের পারকতা,স্বপ্নময় আকাশ ছোঁয়ার গান।
আমাকেও জাগায় ঘাসফড়িং'র সোনালী দিগন্তরেখা,আর পরিযায়ী দেশে-
ভেজা জোছনার ধুলোমেঘ, অষ্টাদশী বাঁকা চাঁদের শৈশবের গ্রাম...

*
আমার অব্যক্ত অনুভূতি আর যা যা অন্তর্গত ঘুম ও জাগরণ,
কেউ না জানলেও সব নিদ্রাহীন চাঁদ ও কুবোপাখির জলীয় ধারণা।
অনেক ভেবে দেখেছি, কোন কিছুই হয়না পৃথিবীর অনন্ত গোপন!
এখানেই কুবোপাখির কাছে ক্ষমা চেয়ে খাঁচা খুলে দেওয়াও এক সাধনা.....

*
যেকোনো শব্দের গায়ে লেগে আলোঅন্ধকার,রোদছায়া...
তোমার দৃষ্টিকোণ দ্বিধাবিভক্ত থাকাই শ্রেষ্ঠ অসহায়তা আমার,আর
এই বোধে স্থির হওয়া এক অস্থির অবগাহন,আশ্চর্য মুঠো ভরা চাঁদ তারা!
ভরা ইচ্ছেমতির মনখারাপ,অসুখ বিপর্যস্ত তবুও অক্লান্ত পারাপার...

*
কোনও কোনও সম্পর্কের বিষয় আশ্চর্য ঘড়ি মাপা নিখাদ জোনাক পতন
বিপন্নতায় ক্যানেলে দাঁড়িয়ে হে জীবন চর্চায় অবিরত হও অরণ্যের স্মরণ...

**********************************************










*যে শব্দ স্রোতেও নিরুত্তাপ ১২০

*
আশ্চর্য ক্ষমাহীন সময়ের পিছুপিছু অক্লান্ত এক বোধ,
অবিরত দাউদাউ মনপুর আপ্রাণ শ্রাবণবেলার গান-
জানে জীবিত জীবনের শব্দহীন পরিণাম।নির্জনতা দৃশ্যতই সহজ,
এক দুই তিন শিকারীর অব্যর্থ ধারণায় শালিকের ব্যর্থতাই ধানের গান...

*
আয়ুর সীমান্তে তারুণ্যের মোহে বেড়ে যাওয়া মৃত্যুর ঋণ!
জীবন আসলেই কল্পিত নয়,পাখির মতোই দীর্ঘতর ভ্রমণ।
সোনার হরিণ শব্দের মোহিতে অমূল্য হারিয়ে প্রতিদিন,
শান্ত নদীর ঢেউ জানে আলো নয় সবই আলেয়া পতনের আয়োজন...

*
বিষাদের দীর্ঘ ঘন কালো তরঙ্গ ধরে ধরে লাল টুকটুকে ভোরে,
হাজার আঘাতের পরেও ছিন্নপত্র লিখে রাখা আলোরই কথা।
এইখানে কোন আকাশ নেই তবে মুক্তি আছে ইতিহাসের উপকূলে...
অন্তর্গত চুঁইয়ে পড়া মনখারাপের নীরবেই বহুরূপী'র স্তাবকতা।

*
সহজেই স্থির,স্বস্তিক।সমূহ লাবণ্য,সংযম,রূপে ভেজা শব্দের শরীর।
নাক্ষত্রিক আলোআঁধারি ছায়া কেটে,কেটেই পৃথিবী সমূহ গতির স্থিরতা ধীর...

**********************************************










*যে শব্দ স্রোতেও নিরুত্তাপ ১১৭

*
সম্পর্ক কখনও স্তম্ভিত।যেখানে শব্দরা নিবিড়তর নিরুক্ত-
কাহিনীর সাঁতার হীন উচ্চরণ অথচ স্বর্ণাভ অভিধান-
অম্লান।অনিবার্য আশ্চর্য জীবিত জীবন মৃত্যুহীন নিষিক্ত!!!
অবশিষ্ট শব্দমিছিলের স্রোতে কাগজের নৌকা বন্ধুতার গান।

*
উত্তোলনে তীব্র গতি, উঁকি দিয়ে ঝুঁকি মাপে সম্পর্ক ভারচুয়াল,
মৃত আর জীবন মধ্যকার এক নদী, সম্পর্কে দু'পাড় অধিকার-
লিখে রাখা বিনিময় ঢেউয়ে আমার নিরুপায় ফাঁস'জাল....
সাঁঝবাতি আর কুচিকুচি জোছনার গানে নেই পাখিটি শূন্যতার সংসার।

*
সম্পর্ক এমনিই এক আশ্চর্য স্মৃতির অনন্ত সরণি।চক্রাকার দৃশ্যত
পারদ বেড়েই অনাসৃষ্টি,কোথাও হিমের কাঁপনে শূন্যের পোশাকে-
বহুদিন বহুদেশ তন্নতন্ন!!! বিরূপ বেদনায় জেনো বিশ্বাসই সংযত।
দেখো,নিবিড় দেখো সম্পর্কই অপলক নৈসর্গিক চোখের জলাশয়ে......

*
সম্পর্ক চক্রাকার,সে হারায় অহরহ,বীজতলার জেগেছে নতুন গাছ।
চুপ ছায়াতরু নয়,কোনও এক সুরমা চোখেই জেগে সম্পর্কের বিশ্বাস .....

**********************************************









*যে শব্দ স্রোতেও নিরুত্তাপ ১১৪

*
কোনও কোনও শব্দের আবহ গিরগিটির থেকেও দ্রুত রঙ বদলায়।এইরকম-
সিদ্ধান্তে উপনীত হয়ে মন,নিখোঁজ ছিঁড়ে,ছিঁড়ে রাখা সামান্যই অভিলাষ।
এই শ্রাবণের মেঘলা অবকাশ, স্বভাব রোদ্দুর তবুও ঝুরঝুর প্রিয়তম জখম,
মন আর শরীরের ক্লান্তিহীনতা অন্তর্গত স্মরণ, একাকী পরিশ্রান্ত ঋদ্ধতার বিশ্বাস...

*
পক্ষ বিপক্ষ, নারী পুরুষ দ্বিধাদ্বন্দ্বের উত্তাপে মধ্যযুগীয় কিলবিল মুখোশ।
নয় হে বন্ধু কল্পলোক,এ কবির নিজস্বতা অর্জনে খন্ডন নয় শুধুই মানুষ...
লাল'নীল সাদা'কালো অসময়ে কেউ কেউ গুছিয়ে নিয়ে নিজস্বতায় আপোস।
আমার বিশ্বাস জানি শব্দের নেই কোন দোষ, সব অন্ধকার আবহে মান ও হুঁশ...

*
সম্পর্ক এক বাউন্ডুলে উদাসীন,বিষাদ বিপন্নতায় বিস্মরণ বিকেলবেলা।
সমস্ত দুঃখের অন্তর্গত তীব্র আলোয় স্বাদ লেখে জন্ম জন্মান্তরে সম্পর্ক হোক গান।
ঈর্ষার দাউদাউ সমূহ মোহিত শান্তি আর আনন্দিত ছাইরঙে তোমার মধুর খেলা।
হে প্রাচীন তুমিও ভুলে গেছো ভুল শব্দে বুকের গভীরে হাউমাউ ভাষা সন্তান...

*
আলোঅন্ধকার বিপন্নতায় বিচ্ছেদ অন্তরতর একাকার আকাশ তন্নতন্ন মুক্তি।
অন্তহীন আগুনের পোড়া ও পোড়ানোর খেলায় আজও উজ্জ্বল যৌথবেলার সম্মতি....

**********************************************










*যে শব্দ স্রোতেও নিরুত্তাপ ১১০

*
এ জীবন শুধুই মনখারাপ, অশ্রুজল নয় ক্ষণিক অন্নজলেই সহন।
এ জীবন শুধুই ধুলোমেঘ,শস্যক্ষেত নয়, রৈখিক লাল টুকটুকে পুর্বকোণ...
এ জীবন শব্দের মিছিলের শব্দহীন মন কাগজের নৌকা ভাসায় দহন।
এ জীবন ফুঁসে উঠা খালবিল সুতোহীন লাটাই সঙ্গে ছুটির নিমন্ত্রণ...

*
এ জীবন রাতভর জোছনা ভেজা আলোয় তন্নতন্ন সেই পাখিটির পালক।
এ জীবন শব্দের পিছুটান রোদেলা মেঘের দেশ, স্তবের নৈসর্গ অলোক...
এ জীবন অকৃপণ ঘন অন্ধকার জোনাক সম্বল, তোমারই ছায়া।
এ জীবন সহজিয়া কখনও কঠিন ফাঁক বিস্তর, তবু ফাঁকি'হীন শূন্য খাঁচা....

*
এ জীবন নদী হারিয়েও আশ্চর্য মোহনার খোঁজ,পাহাড়ের গান।
এ জীবন বাতাবিলেবু'র ঘ্রাণ, আবাহনে রোজার মাস, শুভ্রতার স্নান....
এ জীবন শব্দের বীজতলার উত্তরপুরুষের নবান্ন, স্বপ্নময় স্বাদের বাগান।
এ জীবন ঘাস ফড়িংয়ের,আলেয়া ছলছল তিন'অক্ষরের অভিযান.....

*
এ জীবন ধুসর নীলসাদা বেলার ভুলে যাওয়া মধুকাল,নক্ষত্র খচিত মান,অভিমান।
এ জীবন আশ্চর্য স্মৃতির ক্রীতদাস, প্রতীক্ষায় অক্লান্ত আগুনের দাউদাউ পরিণাম.....


**********************************************