শনিবার, ২১ নভেম্বর, ২০২০

রঞ্জন চট্টোপাধ্যায়

 


রঞ্জন চট্টোপাধ্যায়


চলে যাওয়া


না দেখতে দেখতে কতদূর চলে যাওয়া

আমার  কয়েকটি আকাশকুসুম

আমার ছেড়ে আসা সন্ধ্যেবেলায়

এখনও প্রদীপ জ্বালে

 

 

 

না ফেরা


আমি সন্ধ্যে সন্ধ্যে ঘরে ফিরতে পারি নি

ভুলে গিয়েছিলাম

পোষ্য হতে হলে

মাটির সঙ্গে টান জরুরি

 


 

এবং আকাশ


সারাজীবন ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর

গল্প শুনে গেলাম

অথচ ওপর দিকে তাকালেই

শুধু ডালপালা আর

খোলা আকাশ