শনিবার, ২১ নভেম্বর, ২০২০

দেবযানী কর সিনহা

 


দেবযানী কর সিনহা


পরীক্ষা


তুমি ঝঞ্ঝাট চাওনা কেন চাওনা ঘুড়ি

ওড়াতে? চাও কি শরীরে মিশে যেতে

অন্য বসতে ভারি শ্বাস ফেলে ফেলে

যায় হেঁটে টহলের ধ্বনি পিছলায় এঁটো ডিশ

কম্পাঙ্কে আরো ভাঙে মায়ার ঘোর

তুমি ধারণায় চুরি করা চুমু দাও

কমল হস্তে পেতে দাও লোভাতুর কাম

বেয়ে বেয়ে নামে অন্তিম জাম, খাও মৃত্যু-

বাইচ? তর্ক করা অসভ্যতা?

জানি শান্ত মানুষ প্রতিবাদ মর্মে ভাঙে

গলা তোলোনা সহজে, দোষ

দেখেও ধর্মে ভুল শুনেও যুবতীকে

রেপ হতে দেখবে ঠায় দাঁড়িয়ে যেন ফিল্ম

তুমি লোভী কামুক অমেরুদন্ডী দুর্মর।

 

 

আপশোস


আমি কাঁদুনি, কেঁদেছি অনেক,

হয়তো নদী তৈরি করিনি

দাগ কেচে নিয়েছি ডিটার্জেন্টে

বাঁধ মেরামত জানলে দুপাশে

নগর গড়ে ওঠে সংঘাত হয়

উচ্চবিত্তের মতো

আমরা বরাবর মধ্যবিত্ত।

 

 

কিছুটা বশ হলে


ধমক খেয়ে চুপ আমার পূর্ব পর্বের অধিকার স্বেচ্ছায় ক্লান্ত হই,ইশারায় দেখাই ঘুম ওষুধ আমরা অসুখে মরি

কালঘুম পেয়ে বসে তুমি বুঝলে এতদিনে বাজনার ফাঁকে নর্তকীও সুযোগে লুটায় সেন্সলেস হয় মুচকি হাসে

আলো নিভে যাবে তুলে নাও গ্রীবা, চুম্বন করো এইবার হল ফুসফুসে অক্সিজেন ভর্তি।