বুধবার, ২১ অক্টোবর, ২০২০

ইন্দ্রাণী সরকার


ইন্দ্রাণী সরকার

উৎস

মৌসুমী মেঘেদের বিপন্ন সংলাপ
আকাশপথে সরব হয়ে ওঠে ।
শান্ত প্রকৃতির উপর বৃষ্টি হয়ে তারা
সবুজ ঘাসে অভ্রের মত চিকচিক করে ।
প্রকৃতির সব শব্দের উৎস নীরব হয়ে আসে ।
একটির শিশুর কান্নাও শোনা যায় না ।
বৃষ্টির ঝিরঝির আওয়াজে সব ঢেকে যায় ।
যদি আজ রাতে আমার মৃত্যু হয়,
তবে তোমায় এক গুচ্ছ চুমু দিয়ে যাব ।







দুটি মন

দূরপাল্লার দ্রুতগামী ট্রেনটির আওয়াজ
ক্রমশঃ অনেক দূরে মিলিয়ে যায় -
বাতাসের শোঁ শোঁ শব্দ ধীর হয়ে আসে ।
দূরে আকাশে কতগুলি তারা
জোনাকির মত মিটমিট করে জ্বলছে ।
অতসী ফুলের মৃদু গন্ধে বাতাস ভারী ।
তোমার মুখ মেঘের ফাঁকে ছায়া হয়ে ভাসে ।
যেন দূর থেকে তুমি বলে ওঠো,
পিয়া, দেরি নাই, এই এলাম বলে ।
উত্তেজনায় আমি উঠে বসি ।
পায়ে পায়ে ঘরের দরজা খুলে
এক ফালি বারান্দায় পা রাখি ।
তুমি হয়ত: কদিনেই এসে যাবে ।
তখন আমরা দুজন এই বারান্দায় বসে
রাতের রূপ চেয়ে চেয়ে দেখব ।







মেঘলা আকাশ

দূরে অনেকটা আকাশ জুড়ে যখন বৃষ্টি নেমে এলো
তখনো এদিকে শুধু মেঘলা ।
তোমার এলোমেলো চুলে কিছু রঙিন প্রজাপতি রেখে
ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম ।
চেয়ে দেখি সিঁদুরে মেঘে পুরো আকাশ বৌ সেজেছে,
পাখির ডাকে বসন্ত নেমে এল ।
আমি ভাবি বসন্তে কিভাবে বর্ষা নেমে আসে সহসা !
ফিরে আবার তোমাকে ছুঁলাম ।